ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: চুল্লির আগুনে দগ্ধ ৭ শ্রমিক

রায়পুর: ছত্তিশগড়ের বলোদা বাজার জেলায় এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার সকালে জেলার একটি বেসরকারি ইস্পাত কারখানায় কয়লার চুল্লি (Coal Furnace) বিস্ফোরণে অন্তত…

রায়পুর: ছত্তিশগড়ের বলোদা বাজার জেলায় এক ভয়াবহ শিল্প দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। বৃহস্পতিবার সকালে জেলার একটি বেসরকারি ইস্পাত কারখানায় কয়লার চুল্লি (Coal Furnace) বিস্ফোরণে অন্তত সাতজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Advertisements

সাফাই অভিযানের মাঝেই বিপর্যয়

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কারখানার একটি বিশাল কয়লার চুল্লির সংলগ্ন এলাকায় প্রাত্যহিক সাফাইয়ের কাজ করছিলেন একদল শ্রমিক। সেই সময়ই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিল যে, মুহূর্তের মধ্যে চুল্লির জ্বলন্ত কয়লা ও আগুনের ফুলকি শ্রমিকদের ওপর ছিটকে আসে। ঘটনাস্থলেই জীবন্ত দগ্ধ হন বেশ কয়েকজন। কারখানার একাংশ নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং লেলিহান শিখা গ্রাস করে ফেলে আশপাশের পরিকাঠামো।

   

উদ্ধারকাজ ও প্রশাসনের ভূমিকা Baloda Bazar furnace explosion

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বলোদা বাজার ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকা থেকে আহতদের উদ্ধার করতে বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পুলিশ দ্রুত এলাকাটি কর্ডন করে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কারখানার অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতি ব্যাপক। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

তদন্তের মুখে কারখানা কর্তৃপক্ষ

ঠিক কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও, কারখানায় যথাযথ সুরক্ষা বিধি মানা হচ্ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Advertisements