দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত বহু পুলিশ কর্তা, ১৪৪ ধারা জারি

লোকসভা ভোটে মিটে যাওয়ার পরেও যেন হিংসা কিছুতেই থামতে চাইছে না জায়গায়। ওড়িশার বালাসোরে দু’পক্ষের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের মতো ঘটনার পর বড় পদক্ষেপ নিল প্রশাসন…

লোকসভা ভোটে মিটে যাওয়ার পরেও যেন হিংসা কিছুতেই থামতে চাইছে না জায়গায়। ওড়িশার বালাসোরে দু’পক্ষের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের মতো ঘটনার পর বড় পদক্ষেপ নিল প্রশাসন হয়েছিল। গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটে ওড়িশার বালেশ্বরের সুনহাট এলাকায়, যখন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হঠাৎ হিংসাত্মক রূপ নেয়। এরপরই হিংসাত্মক সংঘর্ষ নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করে দিল প্রশাসন।

একই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল, যাতে যে কোনও ধরনের সংঘর্ষ এড়ানো যায়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে এসপিসহ অনেক কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন। দিন দুয়েক আগে বালাসোরের ১৬ নম্বর জাতীয় সড়কের শেরগাডা টোলগেটের কাছে গরু বোঝাই একটি বেআইনি গাড়ি ধরা পড়ে। এই অবৈধ পরিবহনের জন্য পাঁচটি গাড়ি ধরা পড়ার পরে বালেশ্বরে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। এসব যানবাহনে শতাধিক গরু পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে, এই গবাদি পশুগুলিকে বালাসোর হয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে গাড়ি এবং গাড়ি ভর্তি গোরু বাজেয়াপ্ত করেছে পুলিশ।

   

আসলে পুলিশের কাছে খবর ছিল, বেআইনিভাবে গোরু পাচার করা হচ্ছে। ইতিমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে।