হিজাব বিতর্কের মাঝে খুন বজরং দলের সদস্য, ১৪৪ ধারা জারি

হিজাব বিতর্কের মাঝে আবারো অশান্ত হয়ে উঠল দক্ষিণী রাজ্য কর্ণাটক (Karnataka)। বজরং দলের এক কর্মকর্তার খুন মামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সিমোগা (Simoga) শহর। ইতিমধ্যে ওই…

হিজাব বিতর্কের মাঝে খুন বজরং দলের সদস্য, ১৪৪ ধারা জারি

হিজাব বিতর্কের মাঝে আবারো অশান্ত হয়ে উঠল দক্ষিণী রাজ্য কর্ণাটক (Karnataka)। বজরং দলের এক কর্মকর্তার খুন মামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সিমোগা (Simoga) শহর। ইতিমধ্যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি অবধি এই বিধিনিষেধ জারি থাকবে বলে জানা গিয়েছে।

গতকাল রাতে ডানপন্থী সংগঠন বজরং দলের ২৬ বছর বয়সী এক সদস্য ছুরিকাঘাতে হত্যা করার পর কর্ণাটকের শিবমোগা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পাথর ছোঁড়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটে। একাধিক জায়গায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisements

অন্যদিকে এই ঘটনার সঙ্গে হিজাব বিতর্কের কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একদিকে যখন কর্ণাটক সরকারের মন্ত্রী ঈশ্বরাপ্পা এই ঘটনার জন্য মুসলিম গুন্ডাদের দোষারোপ করে বলেছেন যে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার এই লোকদের উসকানি দিয়েছেন। অন্যদিকে এখন ডিকে শিবকুমার ঈশ্বরাপ্পাকে পাগল বলে অভিহিত করেছেন। এদিকে সিদ্দারামাইয়া বলেছেন যে তার মন এবং জিহ্বার মধ্যে কোনও সমন্বয় নেই। তিনি বোকার মতো কথা বলেন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হোক, বিজেপি তাঁকে বরখাস্ত করুক। দেশের কেউ তাদের ক্ষমা করতে পারবে না।