প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। তাই রাজরোষে পড়তে হয়েছে। এমনই অভিযোগ সাংবাদিকের। ভারত ছাড়তে হয়েছে তাঁকে। আলোচিত সাংবাদিকের নাম আভানি ডায়াস (Avani Dias)। ৩২ বছরের এই মহিলা অস্ট্রেলিয়ার বসিন্দা। সেই দেশের এবিসি নিউজের কর্মী। দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ হিসেবে ভারতে নিযুক্ত ছিলেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে তিনি ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন।
দেশে ফিরে সুর চড়িয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, প্রতিবেদনে নরেন্দ্র মোদীর সমালোচনা করার কারণেই তাঁকে ভারত ছাড়ত হয়েছে। ভারত সরকার তাঁর ভিসার মেয়াদ বাড়ায়নি। আভানির দাবি, লোকসভা ভোটের জন্য তিনি ২ মাস ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তা মঞ্জুর করেনি ভারত সরকার। সোশাল মিজিয়ায় আভানি লিখেছেন, ভারত সরকার দাবি করছে আমার রিপোর্টিং সীমা অতিক্রম করেছে। তাই আমার ভিসার মেয়াদ বাড়ানো হবে না।
উনিশে এপ্রিল প্রথম দফার ভোটের দিনই ভারত ছেড়েছেন আভানি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। এ দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা ভোট। সেই ভোটের খবর করা বিশ্বের অনেক সাংবাদিকের স্বপ্ন। সেই স্বপ্নের কাছাকাছি এসেও ফিরতে হল আভানিকে। এর জন্য বিশ্বের গণতন্ত্রের প্রশাসনিক প্রধানকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
এর আগে মোদী সরকারের রোষের মুখে পড়ে বিবিসি। ইংল্যান্ডের সরকারি সংবাদমাধ্যম। ২০০২ সালে গুজরাতে হওয়া হিংসা নিয়ে তারা তথ্যচিত্র করে। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রীছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সমালোচনা করে তথ্যচিত্র করে বিবিসি। এ নিে তীব্র বিতর্ক হয়। দিল্লির বিবিসি দফতরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সম্প্রতি শোনা যাচ্ছে, ভারত থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে বিবিসি।