বিদেশ থেকে ভারতের প্রাচীন সব মূর্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন মোদী সরকার। চতুর্দশ-পঞ্চদশ শতকের ভগবান হনুমানের ধাতুর তৈরি একটি প্রাচীন মূর্তি ভারতে ফিরিয়ে আনা হল।
কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি.কিশান রেড্ডি টুইট করে বলেছেন, “চোল আমলে (চতুর্দশ-পঞ্চদশ শতক) আরিয়ালুর জেলার ভারথরাজ পেরুমলের বিষ্ণু মন্দির থেকে চুরি হওয়া ভগবান হনুমানের ধাতব মূর্তিটি অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসে হস্তান্তর করা হয়।” চোল যুগের এই মূর্তিটি ভারতে নিয়ে আসার পর তা তামিলনাড়ুতে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ভারতের হাইকমিশনারের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়। এই মূর্তিটি চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারত ফেরত পেয়েছে। ১৮ এপ্রিল কেস প্রপার্টি হিসেবে তামিলনাড়ুর আইডল উইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে, ভারত সরকার দেশের মধ্যে জাতির প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করছে।
কেন্দ্রীয় মন্ত্রী জি.কিশান রেড্ডি জানিয়েছেন, “এখনও পর্যন্ত ২৫১ টি প্রাচীন মূর্তি বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ২৩৮ টি ২০১৪ সাল থেকে ফিরিয়ে আনা হয়েছে।”
এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃতি মন্ত্রী কিষাণ রেড্ডির টুইটটি রিটুইট করে লিখেছেন, “আমাদের অমূল্য ঐতিহ্য যাতে দেশে ফিরে আসে তা নিশ্চিত করার জন্য আমরা ক্রমাগত কাজ করছি।”