পাটনা: বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বিহারে প্রথম দফায় ১২১ টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল আরজেডি (RJD)। এক্সে দলের তরফে অভিযোগ করা হয়, “যেসব বুথে মহাগাঁঠবন্ধরের অধিক সমর্থক রয়েছে, সেখানে ভোটডান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে মাঝে মাজেহি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে”।
https://x.com/RJDforIndia/status/1986301228826157317
এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন (EC) ও রাজের নির্বাচন আধিকারিকের (CEO BIhar) হস্তক্ষেপের দাবী জানায় বিহারের প্রধান বিরোধী দল। বলা হয়, নির্বাচন কমিশন, অনুগ্রহ করে এই ধরণের কারচুপি, “দুষ্ট উদ্দেশ্য”-এর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন।
কমিশনের জবাব
যদিও আরজেডির ‘বিদ্যুৎ বিচ্ছিন্ন’-এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেছে বিহারের নির্বাচন আধিকারিক (CEO Bihar)। এক্সে সিইও-র তরফে লেখা হয়, “আরজেডির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। বিহারে সব বুথেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। সঠিক, স্বচ্ছ এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন সরাসরি নজরদারি চালাচ্ছে।”
https://x.com/CEOBihar/status/1986307406381654481
প্রথম দফায় চলছে ভোটগ্রহণ
বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এদিন ১৮ টি জেলার ১২১ টি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই, ‘গণতন্ত্রের উৎসব’-এ সামিল হতে বিহারের মানুষকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট দিতে পারবেন বিহারের মানুষ। কিছু কিছু উদ্বেগজনক এলাকায় বিকেল ৫ টায় ভোটগ্রহণ শেষ হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর। গণনা ও ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর।


