অমরনাথ যাত্রীদের উপর হামলার ছক বানচাল, খতম তিন জঙ্গি

attack on Amarnath passengers

অমরনাথ (Amarnath) যাত্রীদের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের সেই ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। শুক্রবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক।

জম্মু কাশ্মীর রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রীদের উপর হামলা চালাতেই জঙ্গিরা গোপনে ঘাঁটি গেড়েছিল। সময়মতো খবর মেলায় জঙ্গিদের সেই পরিকল্পনা বানচাল করা গিয়েছে। এড়ান গিয়েছে বড় মাপের কোনও দুর্ঘটনা। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এদিনের ঘটনাকে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের সাফল্য বলে উল্লেখ করেছেন।

   

সংঘর্ষে নিহত জঙ্গিদের মধ্যে আছে আশরাফ মৌলবি নামে এক হিজবুল মুজাহিদিন জঙ্গি। কাশ্মীরে সবচেয়ে বেশি দিন জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল সে। আইজি জানিয়েছেন, শুক্রবার পহেলগাঁওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর খতম হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের কমান্ডার আশরফ মৌলবী-সহ তিনজন। কাশ্মীরে সবচেয়ে বেশিদিন ধরে নাশকতা চালিয়েছে আশরাফ। শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় নাম ছিল আশরফের।

করোনাজনিত কারণে বছর দুয়েক বন্ধ ছিল অমরনাথ যাত্রা। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে যাত্রা শুরুর জন্য সব ধরনের আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অমরনাথ যাত্রা পথ মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার ঘেরাটোপে।

গোপন সূত্রে খবর মেলে, অমরনাথ যাত্রীদের উপর হামলা চালাতে আত্মগোপন করে আছে জঙ্গিরা এরপরই শুক্রবার ভোররাত থেকে চলে তল্লাশি অভিযান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন