‘Ak-56’-এর উত্তরসূরী হয়ে দিল্লির মসনদে শপথ অতিশীর

সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর এবার দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন অতিশী মারলেনা (Atishi Marlena)। দিল্লির রাজভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এছাডাও আরও পাঁচজন ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেবেন বলে জানা গিয়েছে।

মির্জাপুর কাহিনী, মোদীর খাস এলাকায় কেন এত প্রভাব অতীশীর?

   

সম্প্রতি সিবিআই মামলায় জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে মুক্তি পাওয়ার দু’দিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ করেন আপ প্রধান। ওই দিনই অতিশীকে নিয়ে রাজভবনে যান কেজরিওয়াল। তখনই স্পষ্ট হয়ে যায়, কেজরিওয়ালের পর কে দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন। 

মার্কিন সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রসঙ্ঘ থেকে কোয়াড সম্মেলন কী কী থাকছে কর্মসূচিতে?

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তবে লোকসভা ভোটের প্রচারের জন্য তাঁকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে ১ অক্টোবর শেষদফার ভোট শেষ হতেই ফের কারারুদ্ধ হন তিনি।

ফের অশান্ত মণিপুর, অনুপ্রবেশ ৯০০ কুকি জঙ্গির

তারপর ইডি-সিবিআই মামলায় প্রায় তিন মাসের ওপর জেলে ছিলেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি গ্রেফতার হয়েও মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন। জামিনে মুক্তি পেয়ে মুখ্যমন্ত্রীত্ব ত্যাগ করেন কেজরি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন