রাজ্যসভায় মনোনীত হলেন পিটি ঊষা

এবার দেশের মহান অ্যাথলিট পিটি ঊষাকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে। পিটি ঊষার পাশাপাশি চলচ্চিত্র রচয়িতা ও সুরকার ইলাইয়ারাজা, বীরেন্দ্র হেগড়ে এবং ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায়…

এবার দেশের মহান অ্যাথলিট পিটি ঊষাকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে। পিটি ঊষার পাশাপাশি চলচ্চিত্র রচয়িতা ও সুরকার ইলাইয়ারাজা, বীরেন্দ্র হেগড়ে এবং ভি বিজয়েন্দ্র প্রসাদকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে বলে খবর। এদিকে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) টুইট করে এই তথ্য জানিয়েছেন। 

Advertisements

ধর্মশালা মন্দিরের সমাজসেবী ও প্রশাসক বীরেন্দ্র হেগাদে এবং প্রখ্যাত স্ক্রিন লেখক ভি বিজয়েন্দ্র প্রসাদকেও সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী টুইট করেন, ‘অসাধারণ পিটি ঊষা প্রত্যেক ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। খেলাধুলায় তার অর্জনগুলি ব্যাপকভাবে পরিচিত তবে গত কয়েক বছর ধরে উদীয়মান ক্রীড়াবিদদের পরামর্শ দেওয়ার জন্য তার কাজও সমানভাবে প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন।”

প্রধানমন্ত্রী আরো লেখেন, ‘ইলাইয়ারাজাজির সৃজনশীল প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে মুগ্ধ করেছে। তার কাজগুলো অনেক আবেগকে সুন্দরভাবে প্রতিফলিত করে। সমানভাবে অনুপ্রেরণাদায়ক বিষয় হল তার জীবন যাত্রা – তিনি একটি নম্র পটভূমি থেকে উঠে এসেছেন এবং অনেক কিছু অর্জন করেন। তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন বলে আমি খুবই আনন্দিত।’