উপত্যকায় ২০০ ফুট গভীর খাদে যাত্রী বোঝাই বাস, মৃত কমপক্ষে ৬

এবার বড়সড় দুর্ঘটনা ((Accident) ঘটে গেল কাশ্মীর উপত্যকায়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বহু মানুষের। লেহ থেকে পূর্ব লাদাখগামী একটি বেসরকারি বাস ২০০ মিটার গভীর খাদে…

এবার বড়সড় দুর্ঘটনা ((Accident) ঘটে গেল কাশ্মীর উপত্যকায়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল বহু মানুষের। লেহ থেকে পূর্ব লাদাখগামী একটি বেসরকারি বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ার জেরে মর্মান্তিক মৃত্যু হল ৬ যাত্রীর।

শুধু তাই নয়, এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২২ জন মতো। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে লেহ-র ডিসি সন্তোষ সুকাদেব জানিয়েছেন, আহতদের এসএনএম লেহ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

   

জানা গিয়েছে, বাসটিতে মোট ২৮ জন যাত্রী ছিলেন। দুরবুকের কাছে যাত্রী বোঝাই স্কুল বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ব্যক্তিরা যখন স্কুল বাসে করে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচির শুরু হয়। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় এখনও অবধি অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।