পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত কমপক্ষে ৭, আহত ২৫

লোকসভা ভোটের মাঝেই দেশে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন ২৫ জন মতো। দুর্ঘটনাটি ঘটেছে…

লোকসভা ভোটের মাঝেই দেশে এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন ২৫ জন মতো। দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) আম্বালায়।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ট্রাক একটি মিনিবাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের জেরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের। একই সঙ্গে আহত হয়েছেন দুই ডজনেরও বেশি মানুষ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর বন্দোবস্ত করে। আহতদের চিকিৎসা চলছে।

   

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মানুষ। বর্তমানে যে হাসপাতালে মরদেহ রাখা হয়েছে এবং যেখানে আহতদের চিকিৎসা চলছে। সেখানে আহত ও মৃতদের পরিবারের সদস্যদের ভিড় লেগেই থাকে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক ও বাসটিকে বাজেয়াপ্ত করেছে, সেইসঙ্গে ট্রাকের চালককে আটক করা হয়েছে। হরিয়ানা পুলিশ একটি দুর্ঘটনার মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, বাসটি বৈষ্ণব দেবী যাচ্ছিল।

ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন আম্বালা ক্যান্টের সিভিল হাসপাতালের ডাঃ কৌশল কুমার। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘দুর্ঘটনায় সাতজন মতো মারা গেছেন। একই পরিবারের ২০-৩০ জন টেম্পো ট্রাভেলারে করে মাতা বৈষ্ণো দেবীর কাছে যাচ্ছিলেন। আহতদের চিকিৎসা চলছে।’