সিকিমে তুষার চাপা পড়ে একাধিক পর্যটক মৃত: BRO

ভয়াবহ পরিস্থিতি সিকিমে। সাম্প্রতিক সময়ে সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়ল হিমালয় ঘেরা এই পাহাড়ি রাজ্য। ঘুরতে গিয়ে তুষার চাপা পড়েছেন শতাধিক পর্যটক। তুষারের বিরাট চাঙড়ের তলা থেকে তাদের উদ্ধার করছে (BRO) বর্ডার রোড অর্গানাইজেশন, সিকিম পুলিশের উদ্ধারকারীরা। কয়েকজন পর্যটক নিহত বলে জানানো হয়েছে।

তুষারের বিরাট চাঙড়ের তলায় আরও অনেকে আটকে পড়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে বিখ্যাত নাথু লা সীমান্ত দেখতে যাওয়ার পথে।

   

বর্ডার রোড অর্গানাইজেশন জানাচ্ছে, কমপক্ষে ৬ জন মৃত।নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। তুষারের নিচে আরও বহু আটকে। আহতদের উদ্ধার করে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ছয়জন মারা যান।

তুষারের তলায় শতাধিক পর্যটক চাপা পড়েছেন বলে একাধিক সংবাদ সংস্থার খবর। সিকিম সরকার জানাচ্ছে কমপক্ষে ১৫০ জন তুষারের তলায়। এই দুর্ঘটনা ঘটেছে ১৭ মাইলের কাছে।

পশ্চিমবঙ্গের নিকট প্রতিবেশি রাজ্য সিকিম। এ রাজ্যে ঘুরতে যাওয়া পর্যটকদের বড় অংশ বাঙালি। গত মাসে প্রবল তুষারপাতে সিকিমে হাজারের বেশি পর্যটক আটকে পড়েন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন