Assembly polls: ৫ রাজ্যে ভোট প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল

Assembly polls

ভোটমুখী (Assembly polls) পাঁচ রাজ্যে সভা-সমাবেশ এবং রোড-শোর উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ল। করোনা ও ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলায় নির্বাচন কমিশন নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী ২৯ জানুয়ারি পর্যন্ত রোড-শো, সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।

Advertisements

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন জানায়, করোনাজনিত কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যগুলিতে সভা-সমাবেশ, রোড-শো করা যাবে না। পরবর্তী ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২২ জানুয়ারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, না আরও বাড়ান হবে তা নিয়ে শনিবার দুপুরে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের সদস্যরা। ওই বৈঠকেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই দিনের বৈঠকে বাড়ি বাড়ি প্রচারে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সর্বাধিক ৩০০ জনকে নিয়ে ঘরোয়া বৈঠক করা যাবে বলেও কমিশন জানিয়েছে।

Advertisements

এদিন পাঁচ রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ভোটমুখী রাজ্যগুলিতে করোনা সংক্রমণ এবং টিকাকরণের বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্য নির্বাচন কমিশনার। ওই বৈঠকে পাঁচ রাজ্যের নির্বাচনী আধিকারিকরা জানান, টিকাকরণ জোর গতিতে চললেও ওমিক্রন এবং করোনার সংক্রমণ এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরপরই কমিশনের ফুলবেঞ্চ নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, রোড-শো, সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা মেয়াদ ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।

উত্তরপ্রদেশে প্রথম দফা বিধানসভার ভোট গ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ ২৯ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকলে সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি প্রচারের জন্য মেরেকেটে এক সপ্তাহ সময় পাবে। কারণ চলতে নিয়মে ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচারাভিযান শেষ হয়।