নয়াদিল্লি: সোমবার দেশের ১২ টি রাজ্যে SIR হওয়ার ডঙ্কা বাজিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী মাস থেকে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ মোট ১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হবে। তবে ২০২৬-এ অসম ও পশ্চিমবঙ্গ সহ মোট ৩ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট। তবুও SIR তালিকায় নেই অসমের (Assam) নাম।
এদিন এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) জানান, যেহেতু অসমের নাগরিকত্ব ইস্যু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই অসমের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কথা পৃথকভাবে ঘোষণা করা হবে।
জ্ঞানেশ কুমার বলেন, “নাগরিকত্ব আইনের অধীনে অসমের জন্য আলাদা বিধান রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) তত্ত্বাবধানে, সেখানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ শেষ হতে চলেছে। গত ২৪শে জুন ঘোষিত হওয়া SIR-এর নির্দেশ অসম ব্যাতীত সমগ্র দেশের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।”
বলা বাহুল্য, বিজেপি শাসিত অসমকে SIR মহড়া থেকে বাদ দেওয়া, নির্বাচনের আগে বিহারের বিতর্ককেও ছাপিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদ যোগেন্দ্র সিং যাদব। তিনি লেখেন, “অসমই একমাত্র ভোটমুখী রাজ্য যেখানে SIR হচ্ছে না। আমি ভাবছি কেন?”
অসমের NRC ইস্যু
প্রসঙ্গত, ২০১৯ থেকে জাতীয় নাগরিক পঞ্জি বা NRC ইস্যুতে ত্রস্ত বিজেপি-শাসিত রাজ্য অসম (Assam)। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। যদিও ৩১শে আগস্ট, ২০১৯-এ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর থেকে এই প্রক্রিয়ায় খুব বেশি অগ্রগতি হয়নি।
এনআরসির সাপ্লিমেন্টারি তালিকায় ৩১.১ মিলিয়ন (৩১১ লক্ষ) মানুষ নিবন্ধনে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বলে প্রমাণিত হয়েছে। যেখানে ১৯ লক্ষেরও বেশি (১৯ লক্ষ) লোককে বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক এবং আন্দোলন হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি NRC প্রক্রিয়াকে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে অভিযোগ তোলে, এই প্রক্রিয়ার মাধ্যমে অসমের আদিবাসীদের বাদ দিয়ে ‘বিপুল সংখ্যক বিদেশী’ নাম যুক্ত করা হয়েছে।
চলতি বছরের আগস্টে, খসড়া এনআরসি এবং সাপ্লিমেন্টারি তালিকা সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই আবেদনটি গ্রহণ করে কেন্দ্র, অসম সরকার এবং ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ জারি করে।


