Manipur Violence: বিজেপি শাসিত মণিপুরে গুলিবিদ্ধ একাধিক দেহ উদ্ধার

একাধিক গুলিবিদ্ধ দেহ। কমপক্ষে ১৩ জন নিহত। এমনই সারসার দেহ উদ্ধার হলো মণিপুর থেকে। ফের বিজেপি শাসিত রাজ্যটি (Manipur Violence) রক্তাক্ত। অসম রাইফেলস দেহগুলি উদ্ধার…

Assam Rifles

একাধিক গুলিবিদ্ধ দেহ। কমপক্ষে ১৩ জন নিহত। এমনই সারসার দেহ উদ্ধার হলো মণিপুর থেকে। ফের বিজেপি শাসিত রাজ্যটি (Manipur Violence) রক্তাক্ত। অসম রাইফেলস দেহগুলি উদ্ধার করেছে। সোমবার উত্তরপূর্বাঞ্চলের মিজোরামে সরকার পরিবর্তন ঘিরে তীব্র রাজনৈতিক আলোচনার মাঝে মণিপুর থেকে এসেছে গুলিতে একাধিক নিহতের খবর। এই ঘটনার জেরে দেশ ফের সরগরম। রাজ্যটিতে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে গত কয়েকমাস ধরে রক্তাক্ত সংঘর্ষ চলেছিল। তাতে শতাধিক মানুষের মৃত্যু হয়। সেই সংঘর্ষ থামলেও মণিপুরের অভ্যন্তরে পরিস্থিতি যে কোনও সময় ফের রক্তাক্ত হবার আশঙ্কা। সেটি সত্যি হলো।

৪ ডিসেম্বর ভোরে মণিপুরের টেংনুপাল জেলায় গুলি চালানোর ঘটনার কথা সামনে আসে। এদিকে, অসম রাইফেলস সকাল ১০.৩০ টার দিকে এই এলাকায় একটি অগ্নিসংযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে একটি অভিযান শুরু করে। এরপর মণিপুরের টেংনোপাল জেলার লেইথু এলাকা থেকে ১৩ টি মৃতদেহ উদ্ধার করে অসম রাইফেলস। এমনটাই একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি, ঘটনাটি ঘটেছে কুকিদের অধ্যুষিত এলাকায়।

এর আগে ৩ ডিসেম্বর, মণিপুরের টেংনোপাল জেলার কুকি-জো উপজাতিদেশ তরফে ভারত সরকার এবং মেইতেই  জঙ্গি গোষ্ঠী ইউএনএলএফ (পাম্বেই) এর মধ্যে সাম্প্রতিক ‘শান্তি চুক্তি’কে স্বাগত জানানো হয়। তবে, তারা কুকি-জো উপজাতি এলাকায় আত্মসমর্পণকারী বিদ্রোহীদের জন্য মনোনীত ক্যাম্প স্থাপনের প্রস্তাবিত বিরোধিতা করেছে।

কুকি ইনপু টেংনুপাল, কুকি চিফস অ্যাসোসিয়েশন টেংনুপাল, কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন, টেংনুপাল এবং পার্বত্য উপজাতি পরিষদ মোরেহ সমন্বিত টেংনুপাল জেলার যৌথ কুকি নাগরিক সমাজ সংস্থাগুলি ‘শান্তি চুক্তি’কে নিষিদ্ধ চরমপন্থীদের সাথে একীভূত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে সাধুবাদ জানিয়েছে। মূলধারা তারা জানিয়েছে, “আমরা বিশ্বাস করি যে সম্প্রতি স্বাক্ষরিত ‘শান্তি চুক্তি’ সমস্যা-বিধ্বস্ত মণিপুর উপত্যকায় একটি শান্তিপূর্ণ পরিবেশের পথ প্রশস্ত করবে।”