রবীন্দ্র ভবনের সংস্কারে ১১১ কোটি বিজেপি সরকারের

সাহিত্য-সংস্কৃতি মানেই রবীন্দ্রনাথ। দেশের প্রথম নোবেল জয়ীর সম্মানে তৈরি রবীন্দ্র ভবন (Rabindra Bhawan)। সেই ঐতিহাসিক রবীন্দ্র ভবন সংস্কারে উদ্যোগী বিজেপি সরকার। বরাদ্দ করা হয়েছে ১১১ কোটি টাকা।

ঢেলে সাজানো হবে গুয়াহাটির রবীন্দ্র ভবন। উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার অসম রাজ্য সরকার। কয়েক দশক ধরে গুয়াহাটির অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র রবীন্দর ভবন। সেই ভবনের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক লক্ষ ৫৮ হাজার ৭৮৬ স্কোয়ারফুটের কমপ্লেক্স তৈরি হবে।

   

গুয়াহাটির রবীন্দ্র ভবন কমপ্লেক্সে থাকবে একাধিক ছোট অডিটোরিয়াম। সেই সঙ্গে থাকবে ৫০০ আসনের মেইন অডিটোরিয়াম। এছাড়াও থাকছে আর্ট গ্যালারি এবং বক্স থিয়েটার। সাংস্কৃতিক চর্চা থেকে গবেষণা- সবই থকাবে এক ছাদের তলায়। শিল্পীদের সুবিধার্থে তৈরি হচ্ছে একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও।

পেট্রোপণ্যে বিপুল কর চাপাচ্ছে রাজ্য

সাধারণের কথাও মাথায় রাখচে কর্তৃপক্ষ। আয়ের কথা ভেবে রবীন্দ্র ভবন কমপ্লেক্সে তৈরি হচ্ছে অফিসরুম। গেস্টরুমও তৈরি হচ্ছে। পার্কিংয়ের জন্যও পর্যাপ্ত জায়গা তাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন