Jignesh Mevani: মোদীর সমালোচনা করে গ্রেফতার দলিত নেতা জিগ্নেশ

দলিত নেতা তথা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি কে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফরাসির কোনও কারণ এখনও জানায়নি পুলিশ। চর্চায় আসছে, প্রধানত মোদীর সমালোচনা করে টুইট করার পরই এই দলিত বিধায়ককে গ্রেফতার হলেন।

বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ গুজরাটের পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে হেফাজতে নেয় অসম পুলিশ। রাতেই দলিত নেতাকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, জিগ্নেশকে বূহস্পতিবার সকালে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে।

   

বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, আরএসএস ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন জিগ্নেশ। এবার অসম থেকে অভিযোগ, সাম্প্রদায়িক উসকানিমূলক টুইট করেছিলেন জিগ্নেশ। তবে তার ভিত্তিতে গ্রেফতারি কিনা তাও স্পষ্ট নয়। কারণ, এফআইআরের কপি জিগ্নেশের পরিবারকে দেয়নি অসম পুলিশ।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন জিগ্নেশ মেওয়ানি। তিনি ও ততকালীন সিপিআই ছাত্র নেতা কানহাইয়া কুমার একইসঙ্গে আন্দোলন করতেন। দুজনেই পরে কংগ্রেসে যোগ দেন। গুজরাটের বদগাম কেন্দ্রের বিধায়ক জিগ্নেশকে গ্রেফতারের সংবাদে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেতা কানহাইয়া। তিনি লিখেছেন, সম্ভবত জিগ্নেশ কে অসমে নিয়ে যাবে সে রাজ্যের পুলিশ।

এদিকে জিগ্নেশ কে গ্রেফতারের ঘটনায় গুজরাটের রাজনীতি ছাড়িয়ে পুরো দেশ আলোড়িত। কারণ, জিগ্নেশ প্রবলভাবে মোদীর সমালোচক। মনে করা হচ্ছে, জিগ্নেশ কে গ্রেফতারি সমালোচনাকে বন্ধ করার কৌশল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন