অসম বাঁচাতে রাহুলের সাহায্য চান হিমন্ত

বাঁচাতে হবে অসমকে (Assam Needs Saving) । তাই দরকার রাহুল গান্ধিকে (Rahul Gandhi)। এমনই মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। একটুও…

CM Himanta Biswa Sarma Calls for Rahul Gandhi's Support

বাঁচাতে হবে অসমকে (Assam Needs Saving) । তাই দরকার রাহুল গান্ধিকে (Rahul Gandhi)। এমনই মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। একটুও ভুল পড়ছেন না। সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী।

কয়েকদিন ধরেই অসমের জনবিন্যাস নিয়ে সরব হিমন্ত বিশ্বশর্মা। অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তথ্য তুলে ধরে তিনি জানান ২০৪১ সালের মধ্যে মুসলিম প্রধান রাজ্য হয়ে যাবে অসম।

   

হিমন্ত বিশ্বশর্মার কাছে এটি অসমের জীবন মরণ সমস্যা। এর মোকাবিলায় জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল করেছেন অসমের মুখ্যমন্ত্রী। আর সেই কাজ করতে কংগ্রেস সাংসদ তথা লেকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সাহায্য চেয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।

অসমের মুখ্যমন্ত্রীর প্রস্তাব, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন রাহুল গান্ধি। হিমন্ত বিশ্বশর্মার দাবি, রাহুল গান্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হলে খুব তাড়াতাড়ি সুফল মিলবে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে অবিবাহিত রাহুল গান্ধিকেই কেন দরকার? এই ব্যাখ্যাও করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে কাউকে বিয়ে করে ১২ সন্তানের জন্ম দিতে হয় না।’ তাহলে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য রাহুল গান্ধি কেন গুরুত্বপূর্ণ?

এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “আজ যদি অসমের কোনও মুসলিম প্রধান গ্রামে হিমন্ত বিশ্বশর্মা এবং রাহুল গান্ধির নাম নিয়ে যায়। এবং কোনও কথা বলে, সব গ্রামবাসী রাহুল গান্ধির বক্তব্য শুনতে আগ্রহী হবে।”