Assam: শিং উঁচিয়ে ঘরে ঢুকল ভয়াল গণ্ডার

শিং উঁচিয়ে তেড়ে আসছে দেখেই সবাই পালিয়ে যান। সে এক ভয়াবহ মুহূর্ত। উন্মত্ত গণ্ডার তখন যা পারছে তাই ভেঙে দিচ্ছে। যেখানে সেখানে গুঁতিয়ে দিচ্ছে। ওর সামনে পড়লে নির্ঘাত মৃত্যু।

Rhino attack

শিং উঁচিয়ে তেড়ে আসছে দেখেই সবাই পালিয়ে যান। সে এক ভয়াবহ মুহূর্ত। উন্মত্ত গণ্ডার তখন যা পারছে তাই ভেঙে দিচ্ছে। যেখানে সেখানে গুঁতিয়ে দিচ্ছে। ওর সামনে পড়লে নির্ঘাত মৃত্যু। গণ্ডারের এমন হামলার ঘটনা অসমের (Assam) মাজুলিতে।

বিশ্বের অন্যতম বড় বদ্বীপ এলাকা মাজুলি। গণ্ডার এখানে দেখা যায়। লোকালয়ে মাঝে মধ্যে আসে। হামলা করে। এবার তেমনই এক গণ্ডার তেড়ে এসেছিল। দূর থেকে গণ্ডারের ছুটে আসা দেখে গ্রামবাসীরা নিরাপদ দূরত্বে চলে যান। দেখা যায় সেই গণ্ডার সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। ঘটনাস্থলে থাকা কয়েকজম মোবাইলে রেকর্ড করেন গণ্ডার হামলার ভিডিও।

Advertisements

অসম, উত্তরবঙ্গের গণ্ডারদের বিচরণভূমি সংলগ্ন এলাকার বাসিন্দারা বারবার গণ্ডার হানার মুথে পড়েন। এমনিতে শান্ত এই শাকাহারি প্রাণী যখন রেগে যায় তখন তার ভয়াবহ রূপ। যেমন দেখা গেল মাজুলির গ্রামে।