
News Desk: সমস্যা দুদিকে। একদিকে আইন রক্ষা অন্যদিকে বহু রোগীকে সরানো। এর মাঝে পড়েছে অসম (Assam) সরকার। রাজধানী গুয়াহাটির নার্সিং হোমগুলির অবৈধ পরিকল্পনায় আয়তন বাড়িয়ে নেওয়া রুখতে দেওয়া হয় আইনি নোটিশ।
এতে অন্তত ৬১টি নার্সিং হোমের লাইসেন্স বাতিল হতে পারে। অভিযোগ, ছিল দ্বিতল বাড়ি তৈরি করার অনুমতি, কিন্তু বানিয়েছে চার-পাঁচ তলার বাড়ি। নো অবজেকশন সার্টিফিকেটের সঙ্গে মিল নেই বাস্তবের।
গুয়াহাটি শহরের সবজায়গাতেই একই অবস্থা। বড় বড় বহুতল আছে। কিন্তু নেই প্রকৃত ‘নো অবজেকশন সার্টিফিকেট’। রাজ্য সরকার নড়েচড়ে বসেছে। গুয়াহাটিতে প্রায় ৬১টি ব্যক্তিগত মালিকানাধীন নার্সিংহোম, হাসপাতালকে রেড নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, নার্সিংহোম খোলার আগে তারা জিএমডি-এর কাছ থেকে ‘ফাইনাল সার্টিফিকেট’ অর্থাৎ ‘টেকনিকেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ যাকে ‘কম্প্লিয়েশন সার্টিফিকেট’ বলা হয়ে থাকে তা নেওয়া হয়েছে কিনা? প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্প্লিয়েশন সার্টিফিকেট নেই।
শুধু নার্সিংহোম নয়, এই সরকারি কর্মীর মতে রাজ্যের রাজধানীতে এমনিভাবে ছড়িয়ে আছে প্রচুর অট্টালিকা। অভিযোগ, পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে মিলেছিল অনুমতিপত্র। তখনই হয় বিস্তর বেআইনি বাড়ি নির্মান।










