Assam: ঠিক যেন ডাল লেকের অগ্নিকাণ্ড, ব্রহ্মপুত্রের উপর জ্বলছে ভাসমান রেস্তোরাঁ

কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের জলে ভাসমান হাউসবোটগুলো যেভাবে জ্বলে গেছিল অনেকটা সেরকম দুর্ঘটনা এবার ব্রহ্মপুত্র নদের উপর। অসমের (Assam) রাজধানী শহর গুয়াহাটির বিখ্যাত একটি ভাসমান…

কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের জলে ভাসমান হাউসবোটগুলো যেভাবে জ্বলে গেছিল অনেকটা সেরকম দুর্ঘটনা এবার ব্রহ্মপুত্র নদের উপর। অসমের (Assam) রাজধানী শহর গুয়াহাটির বিখ্যাত একটি ভাসমান রেস্তোরাঁ জ্বলে গেল। ভয়াবহ অগ্নিকান্ড দেখে গুয়াহাটিবাসী শিহরিত। তারা শ্রীনগরের ডাল লেকের অগ্নিকাণ্ড মনে করছেন।

গুয়াহাটির ফ্যান্সি বাজারের একটি ভাসমান রেস্তোরাঁ এবং বার ‘কামাকাজি’ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। খবরে বলা হয়েছে, লাচিত ঘাটে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত রেস্তোরাঁয় ধারাবাহিক সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরপর বিস্ফেরণ শব্দে গভীর রাতে চমকে যান স্থানীয়রা। এর পর দেখা যায় ওই ভাসমান রেস্তোরাঁ জ্বলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনার দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

গুয়াহাটির লাচিত ঘাটের কাছে এই ভাসমান রেস্তোরাঁটি জনপ্রিয়। স্থানীয় বাসিন্দারা যেমন আসেন তেমনি আসেন দেশি বিদেশি পর্যটকরা। ব্রহ্মপুত্রের উপর ভাসতে থাকা রেস্তোরাঁ থেকে সূর্যাস্ত ও অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। এই রেস্তেরাঁটি যেভাবে পুড়ে গেল তার সাথে সম্প্রতি শ্রীনগনের ডাল লেকে ভাসমান হাউসবোটগুলি পুড়ে যাওয়ার দৃশ্য একই। শ্রীনগরে সেই দুর্ঘটনায় কয়েকজন নিহত হন।