Assam: গুয়াহাটি থেকে শিন্ডের হুঙ্কারে কাঁপছেন ঠাকরে,পলাতক বিধায়কদের ‘কিনছে’ বিজেপি

আমি চাই বালাসাহেব ঠাকরের মতো হিন্দুত্ববাদী নেতা। শিব সেনা-কে এমনই হুঁশিয়ারি দিলেন একনাথ শিন্ডে। তিনি জানান, ৪০ জন বিধায়ক চলে এসেছেন তাঁর পাশে। উত্তর পূর্বাঞ্চলের…

Amit Shah

আমি চাই বালাসাহেব ঠাকরের মতো হিন্দুত্ববাদী নেতা। শিব সেনা-কে এমনই হুঁশিয়ারি দিলেন একনাথ শিন্ডে। তিনি জানান, ৪০ জন বিধায়ক চলে এসেছেন তাঁর পাশে। উত্তর পূর্বাঞ্চলের সব সংবাদ মাধ্যমের খবর ‘পলাতক’ বিধায়কদের নিয়ে গুয়াহাটিতে আছেন শিন্ডে। অসমে (Assam) বিজেপি সরকার তাদের দেখভাল করছে।

NE Live জানাচ্ছে, ৪০ জন বিধায়কের মধ্যে ৩৩ জন শিবসেনার। বাকি তিনজন নির্দল। তাঁদের সেফ হাউসে নিয়ে যাওয়া হয়।

PTI জানাচ্ছে, মহারাষ্ট্রে ই-বিজেপি জোট সরকার পড়ে যাবার প্রবল সম্ভাবনা। কোনও অবস্থায় মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে বনিবনা হচ্ছে না শিন্ডের।

Assam Tribune জানাচ্ছে, অসমে অবস্থানকারী মহারাষ্ট্রের শিব সেনা বিধায়করা যে কোনও সময় দলত্যাগ করতে পারেন। দলনেতা শিন্ডের সঙ্গে বিজেপির সংযোগ রাখছেন অসম বিজেপির শীর্ষ নেতারা।

Advertisements

অভিযোগ, মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের কিনছে বিজেপি। ঘোড়া কেনা বেচা ঠেকাতে প্রাণপন চেষ্টা করছেন জোট সরকারের রূপকার এনসিপি প্রধান শরদ পাওয়ার। 

এদিকে গুজরাটের সুরাট থেকে অসম চলে যাওয়ায় শিব সেনার বিদ্রোহী বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রে ফের সরকার গড়ার মরিয়া চেষ্টা করছে বিজেপি। আর বিজেপির তরফে দাবি করা হচ্ছে, মহারাষ্ট্রে সরকারের মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে।