‘রিল বানাতেই ব্যস্ত থাকেন’, মোদীর রেলমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধীদের

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়তেই (Ashwini Vaishnaw) বিরোধীদের আক্রমণের মুখে পড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কংগ্রেসের তরফে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। রেলে অব্যস্থার অভিযোগ তুলে…

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়তেই (Ashwini Vaishnaw) বিরোধীদের আক্রমণের মুখে পড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কংগ্রেসের তরফে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। রেলে অব্যস্থার অভিযোগ তুলে কংগ্রেসের কটাক্ষ, রেলমন্ত্রী রিল বানাতে ব্যস্ত থাকেন। মানুষের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করার সময় নেই তাঁর।

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন সকালে শিলিগুড়ির লাগোয়া ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। আহতের সংখ্যা ৩০-এর বেশি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নরেন্দ্র মোদী সরকার পরিকল্পিতভাবে রেল মন্ত্রককে ‘ক্যামেরা চালিত’ আত্মপ্রচারের মঞ্চে পরিণত করেছিল।

   

খাড়গে বলেন, গত ১০ বছরে মোদী সরকার রেল মন্ত্রকের চরম অব্যবস্থাকে প্রশ্রয় দিয়েছে। আমরা আমাদের প্রশ্নগুলিতে অবিচল থাকব। মোদী সরকারকে জবাবদিহি করতেই হবে।

পারিবারিক ঘাঁটিতে জয় পেতেই ‘দুঃসময়ের আশ্রয়’ ওয়ানাডকে বিদায় রাহুল গান্ধীর

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন। তিওয়ারি বলেন, রেল দুর্ঘটনার জন্য দায়ী ভুল ব্যবস্থাপনা, ভুল নীতি, ভুল পদক্ষেপ। রেললাইনের ওপর চাপ ক্রমেই বাড়ছে কিন্তু নিরাপত্তার দিকে নজর নেই। ওডিশার রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, এরই মধ্যে ফের বড়সড় দুর্ঘটনা। রেলমন্ত্রক ব্যর্থ। অবিলম্বে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

কংগ্রেসের কমিউনিকেশন ইনচার্জ জয়রাম রমেশের অভিযোগ, রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুধু প্রচার আর সোশাল মিডিয়া নিয়ে মেতে ছিলেন অশ্বিনী বৈষ্ণব। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ভারতীয় রেলের এই দুর্দশা উদ্বেগজনক। মানুষের নিরাপত্তা নিয়ে কখন আলোচনা করা উচিত…রিল বানানো ছাড়া অন্য কিছু জন্য মন্ত্রীর সময় নেই।

থমথমে মুখ, বাইকে চড়ে ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

আরজেডি প্রধান তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবও এই ঘটনায় মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর প্রশ্ন, দেশে ধারাবাহিক রেল দুর্ঘটনার জন্য দায়ী কে?

এদিন সকাল দার্জিলিং জেলার রাঙাপানি স্টেশনের কাজে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল ট্রেনটি। সেই সময় ওই লাইনেই ঢুকে পড়ে একটি মালগাড়ি। পিছন থেকে সজোরে সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। একেবারে শেষের কামরাটি সংঘর্ষের প্রতিঘাতে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে।

মালগাড়িটিও লাইনচ্যুত হয়। মৃত্যু হয় কমপক্ষে ৮ জনের। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Indians Avoid News: খবরে অনীহা ৩৯ শতাংশ ভারতবাসীর, জানুন কারণ

রেল বোর্ডের চেয়ারম্যান জয়া বর্মা জানান, দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারী চালক সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। তিন জন রেলের কর্মী। দু’জন মালগাড়ির লোকো পাইলট। এক জন কাঞ্চনজঙ্ঘার গার্ড। বাকি পাঁচ জনের পরিচয় জানার চেষ্টা চলছে।