আম আদমি পার্টি (AAP) থেকে পদত্যাগ করার পর শনিবার দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অশোক তানওয়ার। উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। বিজেপিতে যোগ দেওয়ার পর অশোক তানওয়ার বলেন, আমার সঙ্গে যাঁরা বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন, তাঁরা সকলেই আমার সঙ্গে আছেন। শিগগিরই বড় সমাবেশে সবাইকে শামিল করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ বদলে গিয়েছে। দেশকে শীর্ষে আনতে টিম হিসেবে কাজ করা হচ্ছে। যখন দেশ উন্নয়নের ১০০ বছর পূর্ণ করবে, তখন আমারও অংশীদার হওয়া উচিত। দু’দিন পর অযোধ্যায় রামলালার অভিষেকের আগে আমিও আজ বিজেপির পরিবারের সদস্য হিসেবে যোগ দিচ্ছি। আমি সাধারণ পরিবার থেকে এসেছি। আমাদের একটাই টার্গেট থাকবে, পুরনো সব রেকর্ড ভেঙে ৪০০ রানের গণ্ডি পেরোনো।
তানওয়ার বলেন, প্রধানমন্ত্রী মোদী যা গ্যারান্টি দেন, তিনি করে দেখান। আমি এমন অনেককে দেখেছি, যাঁরা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ছবি লাগিয়েছেন, কিন্তু বাবাসাহেবের সংবিধানের প্রতি তাঁদের কোনও আস্থা নেই। তারা শুধু প্রতারণায় লিপ্ত হয়। ২০২৪ সালে জনগণ এ ধরনের প্রতারকদের উচিত শিক্ষা দেবে। এদিন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তাওয়ার।
এদিন তানওয়ারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ‘হরিয়ানা বিজেপির সম্প্রসারণের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে আম আদমি পার্টির পদাধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন। বিজেপিতে সবাইকে স্বাগত জানানো হবে, সবাই প্রাপ্য সম্মান পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে থাকতে তানওয়ারের উপর আক্রমণ করেন কংগ্রেস নেতারা। কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে ভুল পথে গিয়েছিল। তানওয়ার আম আদমি পার্টিতে যোগদান করেছিল, কিন্তু এখন সে সঠিক পথে রয়েছে। সে নিজেই এটা অনুভব করেছে।