লজ্জা ! গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভোট দিল না ভারত, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী

গাজায় হামাস আক্রমণের পর লাগাতার আকাশপথে বোমা বর্ষণ করছে ইজরায়েল। মাটিতে মিশে গিয়েছে বড় বড় বাড়ি, স্কুল, হাসপাতাল। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবে ভোট দান থেকে ভারত বিরত থাকায় বিস্মিত ও লজ্জিত বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

Advertisements

এদিন কংগ্রেস নেত্রী তাঁর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, যখন মানবতার প্রতিটি আইন ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষের খাদ্য, জল, চিকিৎসা সরঞ্জাম, যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফিলিস্তিনে হাজার হাজার পুরুষ, নারী ও শিশুকে মুহূর্তে শেষ করে দেওয়া হচ্ছে।তখন নিজের অবস্থান ঠিক না করা এবং এমন সময়ে নীরবে তাকিয়ে থাকা বড় ভুল।তিনি মহাত্মা গান্ধীর একটি উক্তি উল্লেখ করে লেখেন, চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেবে’।

   

উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইজরায়েল-প্য়ালেস্তাইনের সংঘর্ষ নিয়ে ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারত। তবে মানবতার খাতিরে অবিলম্বে যাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তার পক্ষে জোর সওয়াল করে ভারত। একইসঙ্গে গাজা স্ট্রিপে যাতে বিনা বাধায় ত্রাণসামগ্রী পাঠানো যায়, তার দাবিও জানায়।

Advertisements

গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। এরপরই যুদ্ধ শুরু হয়। সংঘর্ষে এখনও অবধি ৫ হাজারেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের দশম জরুরি বিশেষ অধিবেশন বসে। জর্ডান “নাগরিক সুরক্ষা এবং আইনি ও মানবিক দায়িত্ব পালন” শীর্ষক একটি খসড়া প্রস্তাবনা পেশ করে। এই প্রস্তাবনায় সমর্থন ছিল বাংলাদেশ, মলদ্বীপ, পাকিস্তান, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ ৪০টিরও বেশি দেশের।

ভোটাভুটি শুরু হলে রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১২০টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ১৪টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন ও ব্রিটেন সহ ৪৫টি দেশ।