HomeBharatতেজস্বীর ডাক, মোদীর আত্মবিশ্বাস: বিহারের নির্বাচনে উত্তেজনা তুঙ্গে

তেজস্বীর ডাক, মোদীর আত্মবিশ্বাস: বিহারের নির্বাচনে উত্তেজনা তুঙ্গে

- Advertisement -

বিহারের (Bihar Assembly) রাজনীতি আবার উত্তাল হয়ে উঠেছে। SIR-এ নাম বাদ পড়া থেকে শুরু করে ‘ভোট চুরি’ সংক্রান্ত বিতর্কের মধ্যে বিহারে ভোট যুদ্ধ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দফার জন্য ভোটগ্রহণ শুরু হলেও রাজনৈতিক উত্তাপ এবং নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই শুরুর আগেই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বিরোধী শিবির তেজস্বী যাদবের নেতৃত্বে পরিবর্তনের ডাক দিচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাতটায় শুরু হওয়া প্রথম দফার ভোটে হাজির হয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তিনি তার বাবা লালুপ্রসাদ যাদব ও মা রাবড়ি দেবীর সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। তেজস্বীর সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। ভোট দেওয়ার পরে তিনি আত্মবিশ্বাসী চেহারায় সাংবাদিকদের সামনে বিহারে পরিবর্তনের আহ্বান জানালেন।

   

তেজস্বী যাদব বলেন, “আসুন ভোট দিন। একসঙ্গে নতুন বিহার গড়ি। নতুন সরকার নির্বাচন করুন।” এই আহ্বান কেবল রাজনৈতিক একটি বার্তা নয়, বরং এটি সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করারও একটি প্রচেষ্টা। তিনি আরও বলেন, মানুষ যদি একসঙ্গে অংশগ্রহণ করেন এবং ভোটের মাধ্যমে তাদের পছন্দ প্রকাশ করেন, তাহলে বিহারের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন সম্ভব।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular