বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন উত্তর-পূর্বে নাশকতা বাড়াবে, চিন্তা নয়াদিল্লির

বাংলাদেশে রাজনীতির পটপরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। কিন্তু বিএনপি ও জামাতমদতপুষ্ট অন্তর্বর্তীকালীন এই সরকার ক্ষমতায় আসতেই ফের ‘সক্রিয়’…

As 'regime change' took place in Bangladesh, ULFA became 'Pro-active' in North east of India.

বাংলাদেশে রাজনীতির পটপরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। কিন্তু বিএনপি ও জামাতমদতপুষ্ট অন্তর্বর্তীকালীন এই সরকার ক্ষমতায় আসতেই ফের ‘সক্রিয়’ হচ্ছে অসমের আলফা গোষ্ঠী? স্বাধীনতা দিবসের দিন অসমের ১৯ জায়গায় বোমা রাখা হয়েছে, আলফার এই দাবি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ‘উদ্বিগ্ন’ আমেরিকা, আলোচনা ভারতের সঙ্গে

   

আর এই ঘটনাকে কেন্দ্র করেই আতঙ্ক ছড়ায় রাজ্যে। যদিও এই খবরে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। জানা গিয়েছে অসম-অরুনাচল প্রদেশ সীমান্তে বিপুল সংখ্যক অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে আলফা। অসম সহ উত্তর-পূর্ব ভারতকে অস্থির করে তুলতেই এমন পরিকল্পনা চলছে। ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করতে অসম-ত্রিপুরা, অসম-মেঘালয় ও অরুনাচল সীমান্তে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারিও। গত সপ্তাহেই অরুণাচল প্রদেশ এবং অসম সীমানায় অভিযান চালিয়ে দুই আলফা জঙ্গিকে গ্রেফতার করেছিল অরুণাচল পুলিশ। বছর কয়েক আগে কেন্দ্রের সঙ্গে আলফা শান্তি চুক্তি করলেও পরেশ বড়ুয়াপন্থী একাংশ এখনও ভারতের বিরুদ্ধে সক্রিয় নাশকতা চালিয়ে যাচ্ছে। যার পেছনে রয়েছে চিনের মদত।

আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

অতীতে এই পরেশ বডুয়া ও অনুপ চেটিয়ার মতো বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। উত্তর-পূর্বে আলফা-বোরো নাশকতামূলক শক্তিগুলিকে দমন করতে হাসিনার ভূমিকায় ‘সন্তুষ্ট’ ছিল নয়াদিল্লি।

অতীতে ২০০১-২০০৬ বিএনপির শাসনকালে পাকিস্তানের মদতে উত্তর-পূর্বকে অশান্ত হয়ে উঠতে দেখেছিল ভারত। এবং তাতে তদকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যক্ষ মদত ছিল বলে মনে করে সাউথ ব্লক। এবার সেই বিএনপি-জামাত জোট ফের ক্ষমতায় আসায় কপালে চিন্তার ভাঁজ পড়ছে নয়াদিল্লির অন্দরে। তবে পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে নয়াদিল্লি প্রস্তুত বলে মনে করছে কূটনৈতিক মহল।