Kejrwal: যেখানেই থাকি আমার জীবন দেশের জন্য উৎসর্গ করা: মুখ্যমন্ত্রী

arvind kejriwal

আবগারি নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

Advertisements

গতকাল বৃহস্পতিবার নাটকীয়ভাবে গ্রেফতার করার পর আজ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি। এরপর আদালতে ঢোকার মুখে বড় মন্তব্য করেন আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল। তিনি বলেন, “আমি ভিতরে বা বাইরে যেখানেই থাকি না কেন, আমার জীবন দেশের জন্য উৎসর্গ করা হয়েছে।”

   

শুক্রবার বিকেলে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েজার আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় ইডির রিমান্ড আবেদনের শুনানি চলছে। আদালতে একগুচ্ছ প্রমাণ পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালের ১০ দিনের রিমান্ড চেয়েছে ইডি। এর আগে সুপ্রিম কোর্টে ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন কেজরিওয়াল।

Advertisements

অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে জানান, সুপ্রিম কোর্টে রিমান্ডের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেজরিওয়াল পিটিশন প্রত্যাহার করে নিচ্ছেন। দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের বাসভবনে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। প্রায় ৪ ঘণ্টা ধরে কেজরিওয়ালের সরকারি বাসভবনে তল্লাশি অভিযানের পর গভীর রাতে তাঁদের সঙ্গে নিয়ে যায় ইডির দল। মদ কেলেঙ্কারি মামলায় ইডির এটি ১৬ তম গ্রেফতার।