সুপ্রিম কোর্টে জামিনের আবেদন ফিরিয়ে নিলেন কেজরিওয়াল

Delhi CM Arvind Kejriwal

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি আর এই ঘটনাই আপাতত গোটা দেশ তোলপাড়। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেকটরেট।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ন’বার তাঁকে সমন পাঠানো হলেও তিনি ইডি দপ্তরে যাননি। অবশেষে ইডির জালে দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য বৃহস্পতিবার সকালে আগাম গ্রেপ্তার করা যাবে না এই বিষয়ে কোর্ট তাঁর রক্ষাকচব প্রত্যাখন করে আর সন্ধে হলেই তাঁর বাড়ি ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী।

   

শুক্রবার সকালে অরবিন্দ কেজরিওয়াল তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। কংগ্রেস নেতা তথা আইনজীবি অভিষেক মনু সিংভি তাঁর হয়ে এই মামাল লড়বেন। তিনিই শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে গিয়ে এই আগাম জামিনের মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু কেন ? কারণ হিসেবে জানা গিয়েছে নিয়ম মাফিক আগে লোয়ার কোর্টে আবেদন করতে হবে তারপরে সুপ্রিম কোর্টে। সেই নিয়ম অনুযায়ী তাঁকে নিম্ন আদালতে আগে আবেদন করতে হবে।

ইতিমধ্যেই আম আদমি পার্টি এই গ্রেপ্তারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছে। আজ দুপুরে তাঁকে দিল্লির রাউস এভিনিউ কোর্টে পেশ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন