Arvind Kejriwal: ফের স্বস্তি কেজরিওয়ালের, মামলা থেকে হাত তুলল নিল সুপ্রিম কোর্ট

একটি পিটিশনের জবাবে সুপ্রিম কোর্ট ফের সাফ জানিয়ে দিল যে, আবগাড়ি মামলায় গ্রেফতারির কারণে কোনও অবস্থাতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ খেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরানো যাবে না।…

arvind kejriwal's Plea for extension of bail won-t be heard by supreme court

একটি পিটিশনের জবাবে সুপ্রিম কোর্ট ফের সাফ জানিয়ে দিল যে, আবগাড়ি মামলায় গ্রেফতারির কারণে কোনও অবস্থাতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ খেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরানো যাবে না। বিচারপতি সঞ্জীব খন্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছে, এই ব্যাপারে পদক্ষেপ করতে চাইলে কেবলমাত্র দিল্লির উপ-রাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) করতে পারেন।

নির্দেশে উল্লেখ রয়েছে, ‘এখানে আইনি অধিকারের কোনও ভিত্তি নেই। উচিত-অনুচিত বোধ থেকে মামলাকারীর কিছু বলার থাকতেই পারে। কিন্তু এই ব্যাপারে কিছু করার হলে দিল্লির উপ-রাজ্যপাল করতে পারেন। তাঁকে আদালতের নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। বিচারপতিরা তাঁকে উপদেশ দেওয়ার মতো কেউ নন। তিনি আইন অনুযায়ী যা করতে হবে তাই করবেন। আদালত এতে নাক গলাবে না।’

   

আদালত ২০১৯ সালে একইরকম একটি আবেদন খারিজ করে দিয়েছিল, যখন মিঃ কেজরিওয়াল একটি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি রাজেন্দ্র মেননের নেতৃত্বাধীন বেঞ্চ তখন বলেছিল, ‘কিছুই করার নেই, গণতন্ত্রকে তার নিজের ছন্দে চলতে দিন।।’

Lok Sabha Election 2024: হইহই করে এগিয়ে মমতার বাংলা, সব রাজ্যেকে ফুৎকারে উড়িয়ে…

গ্রেফতারির পর কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু ওই মামলায় সাড়া দেওয়া দূরে থাক, উল্টে দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকার জরিমানা করে মামলাকারীকে। পরে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে সাময়িক স্বস্তি দেয় কেজরিওয়ালকে। শর্তে বলা হয় যে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর ও সচিবালয়ে যেতে পারবেন না। প্রচারে বিজেপি বার বার এই শর্তের কথা মনে করিয়ে দিচ্ছে।

কেজরিওয়ালের পদত্যাগ দাবিতে সরব বিজেপি। পাল্টা আপ নেতৃত্বও বলেছেন, জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। এটা একনায়কতন্ত্র ও অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই। জেল থেকে বেরিয়েই যে দাবিতে সুর চড়িয়েছেন কেজরিওয়াল।

তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও এই দাবি থেকে নিজেকে সরিয়ে নিল। নিঃসন্দেহে যা আপ ও কেজরির কাছে সস্তিদায়ক।