HomeBharatদরদর করে ঘামবে চিন, এবার ভারত পাচ্ছে পারমাণবিক সাবমেরিন INS Arighat

দরদর করে ঘামবে চিন, এবার ভারত পাচ্ছে পারমাণবিক সাবমেরিন INS Arighat

- Advertisement -

চিনের চাপ বাড়িয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। নিজেদের অস্ত্র ভাণ্ডার মজুবত করা থেকে শুরু করে সীমান্তে নজরদারি বাড়ানো, রাস্তাঘাট, টানেল তৈরি করে সকলকে চমকে দিয়েছে। তবে এবার ভারত যা করল তা দেখে চমকে গিয়েছেন সকলে। চিনকে নাস্তানাবুদ করতে এবার ভারত নিজেদের কাছে আনতে চলেছে আইএনএস আরিঘাট (INS Arighat)।

মূলত সমুদ্রে ভারতীয় নৌসেনার শক্তি আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিঘাট আজ ২৯ আগস্ট নৌবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। এই সাবমেরিন ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রদান করবে। এই সাবমেরিনে কে-৪-এর মতো মারাত্মক ক্ষেপণাস্ত্র থাকবে। জানলে চমকে উঠবেন, ৩ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র।

   

একই সঙ্গে আরিঘাটেও থাকবে অরিহন্তের মতো কে-১৫ ক্ষেপণাস্ত্র। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় ভারতের আরও পারমাণবিক সাবমেরিন দরকার। ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ ছিল INS Arihant, যা ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীর বহরে যোগ দেয়। তবে আইএনএস আরিঘাট আইএনএস অরিহন্তের চেয়ে বেশি আধুনিক এবং বিপজ্জনক বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ভারতীয় নৌবাহিনী আরও দুটি পারমাণবিক ডুবোজাহাজ প্রস্তুত করছে, যা ২০৩৫-৩৬ সালের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

INS Arighat-এর বিশেষত্ব কী?

১) বিশাখাপত্তনমের জাহাজ নির্মাণ কেন্দ্রে অ্যাডভান্সড টেকনোলজি ভেসেল এটিভি প্রকল্পের আওতায় আইএনএস আরিঘাট তৈরি করা হয়েছে।

২)পরমাণু চুল্লি চালিত এই সাবমেরিন সাধারণ সাবমেরিনের চেয়েও দ্রুত ছুটতে পারে। শুধু তাই নয়, সারফেস শিপের গতির সঙ্গেও এটি পাল্লা দিতে পারে।

৩) এমনিতে সাধারণ সাবমেরিন মাত্র কয়েক ঘণ্টা জলের নিচে থাকতে পারলেও এসব সাবমেরিন জলের নিচে কয়েক মাস থাকতে পারে।

৪) আইএনএস আরিঘাট জলের নিচে ঘণ্টায় ১২-১৫ নট অর্থাৎ ২২ থেকে ২৮ কিলোমিটার বেগে ছুটতে পারে।

৫) এটি সমুদ্রের গভীরে ২৪ নট বেগে অর্থাৎ ঘণ্টায় ৪৪ কিলোমিটার বেগে ভ্রমণ করতে পারে।

৬) সাবমেরিনটিতে আটটি লঞ্চ টিউব থাকবে।

৭) আইএনএস আরিঘাটের দৈর্ঘ্য ১১১.৬ মিটার, প্রস্থ ১১ মিটার এবং উচ্চতা ৯.৫ মিটার।

৮) সাবমেরিনটির ওজন ৬ হাজার টন।

৯) আইএনএস আরিঘাটে যোগাযোগ ব্যবস্থা, সামুদ্রিক ক্ষেপণাস্ত্র এবং বিকিরণ প্রতিরোধী সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular