শুক্রবার রাত থেকে উপত্তকায় শুরু হয় প্রবল গোলা বর্ষণ। সংঘর্ষ শুরু হয় সেনা এবং জঙ্গিদের মধ্যে। সংঘর্ষের জেরে আহত হয়েছেন এক সেনা জওয়ান। ঘটনাটি ঘটে যখন জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা দিয়ে নিয়ন্ত্রণ রেখা পার করছিল।
ভারতীয় সেনার কিছু আধিকারিক দেখতে পায় যে তিন জন সশস্ত্র জঙ্গি গুলপুর সেক্টরের এলওসি (LoC) দিয়ে উপত্তকায় প্রবেশ করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সেনা অভিযান। আদিকারিকরা জানাচ্ছেন যে ঘন পাতা-গাছ এর প্রলেপ গায়ে দিয়ে লুকিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল ওই তিন জঙ্গি।
শুক্রবার গভীর রাতে শুরু হয় সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। চলে গোলাগুলি। গোলাগুলিতে আহত হন একজন ভারতীয় জওয়ান। জওয়ান আহত হতেই জঙ্গিরা সেই সুযোগের ব্যবহার করে পাশেই ঘন জঙ্গলে পালিয়ে যায়।
আরও সেনা ডেকে পাঠানো হয় পরিস্থিতি মোকাবিলা করতে। শুরু হয়ে বিশাল অভিযান পালিয়ে যাওয়া জঙ্গিদের খুঁজে বার করতে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে জঙ্গিদের খোঁজ।
এই ঘটনার ঠিক এক দিন আগেই নিরাপত্তা-বাহিনী ৪ জঙ্গিকে খতম করেছিল যারা পাকিস্তান-অধকৃত-কাশ্মীর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। এর আগে ১৬ জুন ৫ পাক জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা রক্ষীরা কুপওয়াড়া জেলার জুমাগুন্ড এলাকায়।