
আজ, ১৫ জানুয়ারি। দেশজুড়ে যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে পালিত হচ্ছে সেনা দিবস (Army Day 2026)। এই বিশেষ দিনে ভারতীয় সেনাবাহিনীর সাহস, বীরত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তে প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনরত সেনাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর নিষ্ঠা ও ত্যাগ প্রতিটি ভারতবাসীর জন্য গর্বের বিষয়।
‘শুভেন্দু অধিকারীকে থানায়…’ প্রসূন মামলায় ‘বিরাট’ নির্দেশ হাইকোর্টের
সেনা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বিশেষ বার্তা শেয়ার করেন প্রধানমন্ত্রী। বার্তায় তিনি লেখেন, “দুর্গম পাহাড় থেকে তুষারাবৃত শৃঙ্গে পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সাহস ও বীরত্ব দেশকে গর্বিত করে। সীমান্তে মোতায়েন সকল সৈন্যের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।” তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সেনাবাহিনী নিঃস্বার্থ সেবার প্রতীক এবং সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও মাতৃভূমি রক্ষায় তারা অটল থাকে।
दुर्गम स्थलों से लेकर बर्फीली चोटियों तक हमारी सेना का शौर्य और पराक्रम हर देशवासी को गौरवान्वित करने वाला है। सरहद की सुरक्षा में डटे जवानों का हृदय से अभिनंदन!
अस्माकमिन्द्रः समृतेषु ध्वजेष्वस्माकं या इषवस्ता जयन्तु।
अस्माकं वीरा उत्तरे भवन्त्वस्माँ उ देवा अवता हवेषु॥ pic.twitter.com/ixCwzPCWh9
— Narendra Modi (@narendramodi) January 15, 2026
প্রধানমন্ত্রী মোদী বলেন, সেনাদের শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাস দেশের নিরাপত্তাকে আরও মজবুত করে। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জাতি চিরকাল এই বীর সন্তানদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
প্রসঙ্গত, প্রতি বছর ১৫ জানুয়ারি ভারতে সেনা দিবস পালিত হয়। ১৯৪৯ সালের এই দিনে ফিল্ড মার্শাল কে. এম. কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই ঐতিহাসিক দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।
সেনা দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সামরিক ঘাঁটি ও ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইসব অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তি, ঐতিহ্য ও পেশাদারিত্ব তুলে ধরা হয়। শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং নানা কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত করার বার্তা দেওয়া হয়।
সীমান্তের পাহাড়, মরুভূমি কিংবা তুষারাবৃত উচ্চভূমি। সবখানেই নির্ভীক প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা ভারতীয় সেনাবাহিনীর প্রতি আজ গোটা দেশ কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় মাথা নত করেছে। সেনা দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি জাতির নিরাপত্তা ও আত্মত্যাগের এক গর্বিত অধ্যায়।
On Army Day, we salute the courage and resolute commitment of the Indian Army.
Our soldiers stand as a symbol of selfless service, safeguarding the nation with steadfast resolve, at times under the most challenging conditions. Their sense of duty inspires confidence and… pic.twitter.com/IRLSsmvRF0
— Narendra Modi (@narendramodi) January 15, 2026










