‘১০ মে যুদ্ধ থামেনি, চলেছে আরও দীর্ঘ সময়’ অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক সেনাপ্রধান

ভারতের সামরিক ইতিহাসে নয়া অধ্যায় রচনা করা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান,…

Army Chief on Op Sindoor

ভারতের সামরিক ইতিহাসে নয়া অধ্যায় রচনা করা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, ৭ মে কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিতে যে সামরিক অভিযান শুরু হয়েছিল, তা নিয়ে সাধারণ ধারণা তৈরি হয়েছিল—তিন দিনের মধ্যেই যুদ্ধ শেষ। কিন্তু বাস্তবে তা নয়৷ যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলেছিল।

জেনারেল দ্বিবেদীর কথায়, “অনেকে ভাবছেন ১০ মে-ই যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। না, সেটি চলেছিল আরও বহু দিন। কারণ, একাধিক সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল। তার বিস্তারিত এখানে বলা সম্ভব নয়।”

   

সীমান্তে অব্যাহত চ্যালেঞ্জ

ভারত-পাক সীমান্তে চলা সন্ত্রাসবাদ প্রসঙ্গে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, এখনই অপারেশন সিঁদুরের প্রভাব নিয়ে মূল্যায়ন করা কঠিন। তাঁর বক্তব্য, “রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ কি শেষ হয়েছে? আমি মনে করি না। কারণ, এখনও নিয়মিত অনুপ্রবেশের চেষ্টা চলছে। কতজন জঙ্গি মারা গিয়েছে, আর কতজন পালিয়েছে—সবাই জানেন।”

‘রিদমিক ওয়েভ’-এর মতো সেনার সমন্বয় Army Chief on Op Sindoor

অভিযান চলাকালীন সেনাবাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতীয় সেনার পদক্ষেপ ছিল একেবারে ছন্দময় তরঙ্গের মতো—যেখানে প্রত্যেক জওয়ান নিজের দায়িত্ব ও আদেশ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন।

থিয়েটারাইজেশন অনিবার্য

আধুনিক যুদ্ধনীতিতে সেনাপ্রধান থিয়েটারাইজেশনের (তিন বাহিনীর সমন্বিত কমান্ড কাঠামো) গুরুত্বের ওপর জোর দেন। তাঁর স্পষ্ট মন্তব্য, “থিয়েটারাইজেশন হবেই, আজ নয় তো কাল। প্রশ্ন শুধু কত সময় লাগবে।” তিনি আরও জানান, সেনা, বায়ুসেনা, নৌসেনা ছাড়াও সাইবার ও অসামরিক সংস্থাগুলিকে একত্রে সমন্বয় করতে হলে একক কমান্ড অত্যাবশ্যক।

Advertisements

জিএসটি সংস্কার: প্রতিরক্ষা আধুনিকীকরণের নতুন দুয়ার

জেনারেল দ্বিবেদী সম্প্রতি ঘোষিত জিএসটি সংস্কারকে সেনা আধুনিকীকরণের ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে অভিহিত করেন। বিশেষত ড্রোনের ওপর জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানোয় বৃহৎ পরিসরে ক্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর দাবি, এই সংস্কার দেশের প্রতিরক্ষা করিডরকে শক্তিশালী করবে এবং ক্ষুদ্র-মাঝারি শিল্প থেকে স্টার্ট-আপ—সবাইকে উৎসাহিত করবে।

সেনাপ্রধানের এই মন্তব্য কার্যত স্পষ্ট করে দিল-অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক পাল্টা-আঘাত নয়, বরং সীমান্তে দীর্ঘস্থায়ী কৌশলগত অধ্যায়ের সূচনা।

Bharat: General Upendra Dwivedi, Indian Army Chief, shared crucial insights on ‘Operation Sindur,’ a new chapter in India’s military history, at a book launch event. He confirmed the operation, launched in response to the May 7 terror attack, was a prolonged conflict, not a three-day event. He also underscored the enduring threat of state-sponsored terrorism and the imperative of theatre command for effective coordination among the armed forces.