পাক নিশানায় ভারতের একাধিক সেনাঘাঁটি, ক্ষয়ক্ষতির হিসাব দিল সেনা

নয়াদিল্লি: ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ও সেনার যৌথ বিবৃতিতে। এতে বলা হয়েছে, পাকিস্তানি সেনা ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা…

পাক নিশানায় ভারতের একাধিক সেনাঘাঁটি, ক্ষয়ক্ষতির হিসাব দিল সেনা

নয়াদিল্লি: ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ও সেনার যৌথ বিবৃতিতে। এতে বলা হয়েছে, পাকিস্তানি সেনা ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করছে এবং বিভিন্ন ড্রোন ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে গোলাবর্ষণ চালাচ্ছে। যদিও বেশিরভাগ হামলায় ভারতীয় সেনা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে, তবে কিছু কিছু স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, আদমপুর, উধমপুর এবং ভাতিন্ডার মতো কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনা এই হামলায় শুধু সামরিক স্থাপনায় নয়, বরং শ্রীনগর, অবন্তিপুর ও উধমপুরে চিকিৎসাকেন্দ্র ও স্কুলগুলিকেও নিশানা করেছে। এছাড়া, পাকিস্তান উচ্চ গতির মিসাইলও ছুঁড়েছে, যা ভারতীয় সীমান্তের উপর ভারী চাপ তৈরি করেছে।

   

ভারতের সেনা ও বিদেশ মন্ত্রক আরও জানায়, “এই আক্রমণগুলি সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রাখা হলেও, পাকিস্তানের এই উসকানিমূলক কার্যকলাপ বেসামরিক জনগণের উপর বিপদ তৈরি করতে পারে।”

সীমান্ত পরিস্থিতির উপর কঠোর নজর Army briefing on Pakistan shelling

ভারতের সেনা বলেছে, তারা সীমান্ত পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে এবং পাকিস্তানের সব ধরনের উসকানির সমুচিত প্রতিরোধ করছে। ভারতীয় সেনাবাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।

Bharat: Pakistan’s heavy shelling in J&K, temple hit. India’s MEA & Army brief on response after Pakistan’s failed airbase missile attack. Reports of Indian strikes on Pakistani airbases. Official Indian reaction awaited.

Advertisements