সৈনিক ছিলেন প্রতিবন্ধী হয়েও দীর্ঘদিন পেনশন পাননি। বারবার সেনা আদালতের দ্বারস্থ হয়েও কাজ হয়নি। আদালত সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া সত্বেও সাড়া মেলেনি। তাই ওই প্রতিবন্ধী জওয়ানের পেনশন মামলায় এবার সরাসরি ভারতের সেনা (Indian Army) প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষা সচিবকে তলব করল আদালত। আর্মড ফোর্স ট্রাইবুনাল (Arms force tribunal) বা সেনা আদালতের নির্দেশ অনুযায়ী, দুজনকেই সশরীরে আদালতে উপস্থিত হতে হবে।
ক্রিমিয়া উদ্ধারে বেপরোয়া, ড্রোন হামলায় রুশ তেলের খনি ওড়াল ইউক্রেন
আদালত বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রতিবন্ধী জওয়ান কেন তাঁর প্রাপ্য পেনশন পাচ্ছেন না, তার জবাব দিতে হবে ওই দুই কর্তাকে। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। সেনা কেন পেনশন দিচ্ছে না তাঁর জবাব দিতে হবে সেনাপ্রধান ও সচিবকে।
আরজি করের পর গণ ইস্তফার পথে হাঁটল কলকাতা মেডিক্যাল কলেজ
অতীতে সেনা আদালতের নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রতিরক্ষামন্ত্রক। কিন্তু সেনা আদালতের ওই নির্দেশকেই বহাল রাখে দিল্লি হাইকোর্ট। কারণ নির্দেশ অমান্য করলে সেনা আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এমন পরিস্থিতিতে ওই জওয়ানের মামলার বিষয়টি নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে।
পুজোয় ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা রেলের, হাওড়া ও শিয়ালদহ শাখায় মিলবে সুবিধা
কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল হাই কোর্ট। দিল্লি হাই কোর্টে এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে অক্টোবর মাসেই। পাশাপাশি সেনা আদালতেও মামলাটির স্থগিতাদেশ না মেলায় সেখানেও মামলার শুনানি জারি রয়েছে।