Assam: ভোটের আগেই জঙ্গি হানা, অসম রাইফেলসের কনভয় আক্রান্ত

Assam Rifles

প্রথম দফা লোকসভা নির্বাচনের আগে ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করা বিজেপি শাসিত অসমে (Assam) জঙ্গি হামলা। অসম রাইফেলসের কনভয় আক্রান্ত। জওয়ান-জঙ্গি বন্দুকযুদ্ধে গরম তিনসুকিয়া। 

Advertisements

 মঙ্গলবার, 16 এপ্রিল সকালে মার্গাারিটার চাংলাং রোডে তিনসুকিয়ার নামডাং-এলাকায় অসম রাইফেলসের গাড়িতে হামলা জঙ্গিরা। বন্দুকধারীরা আসাম রাইফেলসের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়  প্রচণ্ড গোলাগুলি চলে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, অনুমান করা হচ্ছে সন্দেহভাজন নাগা জঙ্গি সংগঠন NSCN ক্যাডাররা অসম রাইফেলসের উপর হামলা চালিয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নির্বাচনী প্রচারে বারবার দাবি করেছেন, অসম শান্ত। ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উত্তর পূর্বাঞ্চলের উপদ্রুত এলাকাগুলি এখন শান্ত। এদিকে মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে গরম হতে শুরু করেছে। এর মাঝে অসম থেকে এসছে জওয়ানদের উপর হামলার খবর।

Advertisements

অসম রাইফেলস উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র নিয়োজিত একটি আধাসামরিক বাহিনী। এই বাহিনী উত্তর-পূর্বেপ রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভারতের সীমান্তের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত মণিপুরে বারবার হামলাকারী জঙ্গিদের মোকাবিলা করেছে অসম রাইফেলস। এবার অসমের তিনসুকিয়ায় আক্রান্ত অসম রাইফেলস।