ঝুপড়িতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল বাস, মৃত কমপক্ষে ৪

রবিবার ছুটির দিনে দেশে আরও এক বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ঘাতক বাস। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গোয়া (Goa)-তে। দক্ষিণ গোয়ার…

রবিবার ছুটির দিনে দেশে আরও এক বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ঘাতক বাস। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গোয়া (Goa)-তে।

দক্ষিণ গোয়ার পুলিশ সুপার সুনীতা সাওয়ান্ত বলেছেন, “রোজেনবার্গার কোম্পানির কর্মী বোঝাই একটি বাস রাস্তার ধারের ঝুপড়িতে ঢুকে পড়ে। চালক মোড় ঘোরানোর চেষ্টা করলেও পরিণতি করুণ হয়। বাসটি রাস্তার পাশে থাকা ঝুপড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনার সময়ে ভেতরে বেশ কিছু শ্রমিক ঘুমিয়ে ছিলেন।”

   

পুলিশ কর্তা জানিয়েছেন, ‘শ্রমিকদের মধ্যে কমপক্ষে ৪ জন মারা গেছেন এবং বাকি ৪ জন মাডগাঁওয়ের একটি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। এরা সকলেই বিহারের বাসিন্দা। দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় ছিল।’

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিনোদ সিং, অনিল মাহাতো, রমেশ মাহাতো ও রাজেন্দ্র মাহাতো। দীনেশ কুমার সিং, কর্মা মাহাতো, রাজেশ কুমার মণ্ডল এবং নরেশ সিং নামে চার শ্রমিক  হাসপাতালে চিকিৎসাধীন।দক্ষিণ গোয়ার পুলিশ সুপার সুনীতা সাওয়ান্ত বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ যখন অভিযুক্ত বাস চালককে জিজ্ঞাসাবাদ করে, তখন তার গায়ে মদের গন্ধ আসছিল। বাসের চালকও আহত হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।  তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাস চালক কর্টালিমের বাসিন্দা ভরত গোভেকরকে (৫২) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হবে।