Ancient Treasures: নদীগর্ভে উদ্ধার শতাব্দী প্রাচীন বিষ্ণু মূর্তি

Centuries-Old Vishnu Idol and Shivling Found in Karnataka Riverbed

বেঙ্গালুরু: নদীগর্ভে উদ্ধার ভগবান বিষ্ণুর মূর্তি। পাশাপাশি একটি শিবলিঙ্গও উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এগুলি কমপক্ষে কয়েকশো বছরের পুরনো (Ancient Treasures)। এক হাজার বছরেরও পুরনো হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Advertisements

কয়েকদিন আগে বিষ্ণুর মূর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হয় কর্নাটক এবং তেলেঙ্গানা সীমানায়। সেগুলি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে। বুধবার সকালে সরকারিভাবে এই খবর জানানো হয়।

   
Advertisements

কর্নাটকের রাইচুরে নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ চলছিল। পিলার খোঁড়ার সময় এই বিষ্ণু মূর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হয়। মনে করা হচ্ছে যে নদী ভাঙনের জেরে মন্দির তলিয়ে যায়। উন্নতমানের মূর্তি এবং শিবলিঙ্গ এত বছর পরেও জলের নীচে অক্ষত রয়েছে।