Amit Shah: গরিবের টাকা ‘চোর’ মমতাকে জেলে পাঠাবোই! বর্ধমান থেকে হুঙ্কার শাহর

যিনি গরিবের টাকা লুট করেছেন, তাঁকে জেলে যেতে হবেই। বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও…

mamata-amit-shah

যিনি গরিবের টাকা লুট করেছেন, তাঁকে জেলে যেতে হবেই। বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর কথায়, যার মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়, তাঁকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি। মোদীজির পাঠানো ১০ লক্ষ কোটি টাকা লুট করেছে আপনি ও আপনার সরকার। 

এদিনের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শাহ। তাঁর কথায়, মমতাদি ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষই ঠিক করবে, তাঁরা ভাইপোর রাজত্ব চায় নাকি মোদীজির সুশাসন চায়? মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান শাহ। 

   

উন্নয়ন ইস্যুতেও এদিন তৃণমূল সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শাহ। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কী কী করেছেন, তার খতিয়ান দেন। তিনি বলেন, ১২ কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদীজি। একই সঙ্গে ৪ কোটি মানুষকে পাকা ঘর করে দেওয়া হয়েছে। আর মোদীজির পাঠানো উন্নয়নের পুরো টাকাটা বাংলার সরকার লুট করে নিয়েছে। 

রাম মন্দির ইস্যুতে এদিন শাহ কংগ্রেস-তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন। তাঁর কথায়, মোদীজি ক্ষমতায় এসে রাম মন্দির মামলা জিতেছেন, ভূমি পুজো করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করেছেন। আর তৃণমূল-কংগ্রেস এবং কমিউনিস্টরা রাম মন্দিরের বিরোধিতা করেছে। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারেরও বিরোধিতা করেছেন মমতা দিদি। 

তৃণমূল সরকার কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে বলে বর্ধমানে সভা থেকে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদির সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি নাম বদলে দিচ্ছে বাংলার সরকার। 

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। বর্ধমান পূর্ব আসনে ভোট আগামী ১৩ মে।