CAA: টিকাকরণ কাজ শেষ হলেই নাগরিকত্ব আইন লাগু হবে, জানালেন অমিত শাহ

Home Minister Amit Shah

নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দেশজুড়ে সকলের টিকাকরণ শেষ হলেই সিএএ কার্যকর করা হবে।

জানা গিয়েছে, দেশজুড়ে বুস্টার ডোজের কাজ শেষ করার পর নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

   

এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সংসদ ভবন চত্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন, সেই সময় তিনি তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব সিএএ কার্যকর করার আহ্বান জানান। যার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দেন, ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই এই আইন চালু হবে।

শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘সিএএ-র প্রয়োগ পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উপকৃত হতে পারেন বাংলার বহু মানুষ।’ উল্লেখ্য, ২০১৯ সালের ১১ ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাশ হয় এবং ১২ ডিসেম্বর তা জানিয়েও দেওয়া হয়। কিন্তু তারপর থেকে নিয়ম না মানায় তা কার্যকর করা হয়নি।

সংসদে কেন্দ্রীয় সরকারের পাশ হওয়া সিএএ আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ হয়। অনেক সমালোচক এটিকে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে একটি পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন