শ্রীনগর: কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে তিনি নিহতদের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান।
শ্রীনগরে পৌঁছান শাহ
হামলার পরদিনই শ্রীনগরে পৌঁছান শাহ। ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যরা অশ্রুসজল চোখে শাহের কাছে নিজেদের কষ্টের কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের ধৈর্য রাখতে বলেন এবং জানান, হামলার নেপথ্যে থাকা কারও রেহাই নেই। এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, “ভারী হৃদয়ে বৈসরণ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালাম। ভারত সন্ত্রাসের কাছে কখনও মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার দোষীরা কঠোর শাস্তি পাবে।”
জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন The Resistance Front (TRF)। মঙ্গলবার দুপুরে পর্যটকদের লক্ষ্য করে আচমকা পাইন বনের দিক থেকে গুলি ছোড়ে জঙ্গিরা। ‘মিনি সুইজারল্যান্ড’ নামে খ্যাত বৈসরণ, পহেলগাঁও থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে৷ সেখানে যেতে হয় শুধুমাত্র পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে। এদিনের ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশি পর্যটক— এক জন সংযুক্ত আরব আমিরশাহি থেকে এবং অন্যজন নেপাল থেকে। সঙ্গে ছিলেন স্থানীয় দুই বাসিন্দাও।
নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন Amit Shah Pahalgam Visit
হামলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পহেলগাঁও যান৷ তিনি নিজে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং রাজ্যপাল মনোজ সিনহা ও পুলিশ প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মন্তব্য করেন, “এই হামলা গত কয়েক বছরে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ।”
কাশ্মীরকে শান্তিপূর্ণ ও নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে চেষ্টা চলছিল, বইসরণে এই হামলা সেই প্রচেষ্টার উপর বড় আঘাত বলেই মনে করা হচ্ছে।
Bharat: Home Minister Amit Shah visits families of Pahalgam terror attack victims in Srinagar. Vows justice against TRF/Lashkar linked terrorists. Condolences and strong message.