Nagaland: ওটিং গ্রামের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে (village Oting) অসম রাইফেলসের জওয়ানদের গুলিতে ১৬ জন গ্রামবাসীর (villagers death) মৃত্যু হয়। সোমবার বিষয়টি…

Shah called the incident in Nagaland unfortunate

নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে (village Oting) অসম রাইফেলসের জওয়ানদের গুলিতে ১৬ জন গ্রামবাসীর (villagers death) মৃত্যু হয়। সোমবার বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ প্রায় সব বিরোধী দলই এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চায়। বিরোধীদের বক্তব্যের প্রেক্ষিতে সোমবার লোকসভা ও রাজ্যসভার (Lokshabha and Rajyashabha) স্বতঃপ্রণোদিত হয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Aamit Shah)।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, নাগাল্যান্ডে যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা বাহিনী এক সতর্কবার্তায় জানিয়েছিল, নাগাল্যান্ডের মন জেলার ওটিং এলাকায় বেশ কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে। গোয়েন্দাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই সেনাবাহিনীর ২১ জন কমান্ডো ওই সন্দেহভাজন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। সে সময় একটি ট্রাক আসছিল। ট্রাকটিকে থামার নির্দেশ দেয় কমান্ডোরা। কিন্তু ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা মনে করেছিলেন, ওই গাড়িতেই জঙ্গিরা লুকিয়ে আছে। সে কারণেই তাঁরা ওই ট্রাক লক্ষ্য করে গুলি চালান।

শাহ আরও জানিয়েছেন, ট্রাকটিতে থাকা আটজনের মধ্যে ৬ জন গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দু’জনকে জওয়ানরাই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালেই তাঁদের মৃত্যু হয়।

শাহ বলেন, গুলি চালানোর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আশপাশ থেকে গ্রামবাসীরা এসে সেনাদের উপর চড়াও হয়। সেনাবাহিনীর দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের আক্রমণে এক জওয়ান শহিদ হন। কয়েকজন জখম হন। উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষার্থে ফের গুলি চালান জওয়ানরা। তাতেই আরও সাত গ্রামবাসীর মৃত্যু হয়। ওই ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে চলেছে। সোমবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এলাকা যথেষ্ট থমথমে এবং উত্তেজনা রয়েছে। শাহ আরও জানিয়েছেন, নাগাল্যান্ড পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে এসেছেন। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। এক মাসের মধ্যে তদন্তের রিপোর্ট মিলবে।

শাহ সংসদে দেওয়া বিবৃতিতে আরও জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে ফের অসম রাইফেলসের শিবিরে আরো প্রায় ৩০০ জন গ্রামবাসী আক্রমণ চালায়। আগুন লাগানোর চেষ্টা করে। গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে সে সময় ফের গুলি চালাতে বাধ্য হন জওয়ানরা। এই গুলিতে আরও এক গ্রামবাসীর মৃত্যু হয়। এই ঘটনায় যে সমস্ত জওয়ান জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী প্রমাণ হলে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও শাহ আশ্বাস দিয়েছেন। শাহ আরও বলেন, নাগাল্যান্ডের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেছেন। ভবিষ্যতে কোনও সেনা অভিযানে যেন এমন দুর্ভাগ্যজনক না ঘটে তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে শাহ এদিন আরও একবার সংসদে জানিয়েছেন, শনিবারের ঘটনায় ওটিং গ্রামপ যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার অবশ্যই উপযুক্ত বিচার পাবে।