‘আমি ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, কাউকে ভয় পাই না’ সোনিয়ার ভাইরাল ভিডিও

ন্যাশনাল হেরল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাবাসাবাদ করছে ইডি। এদিকে সোনিয়াকে জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দেখাতে চলেছে কংগ্রেস।

Advertisements

এদিকে, ইডির সামনে হাজির হওয়ার আগে কংগ্রেস সোনিয়া গান্ধীর একটি পুরানো ভিডিও শেয়ার করেছে যাতে তারা যে কোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার দৃঢ়সংকল্প প্রদর্শন করতে পারে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। আসলে, এই ভিডিওটি ২০১৫ সালের, যেখানে তাকে বলতে দেখা যায় যে ” আমি ইন্দিরা (গান্ধী) জির পুত্রবধূ এবং আমি কাউকে ভয় পাই না।’ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ পাচারের মাধ্যমে লোকসানে চলা ন্যাশনাল হেরাল্ড পত্রিকা দখলের অভিযোগ রয়েছে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংক্রান্ত অর্থ তছরুপের মামলায় আজ সভাপতি সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

এর আগে রাহুল গান্ধীকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। প্রায় ৫০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গান্ধীকে। 

Advertisements

এর আগে ৮ জুন ইডির সামনে হাজিরা দেওয়ার কথা ছিল সনিয়ার। কিন্তু খারাপ স্বাস্থ্যের কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এমনকী এদিনের জিজ্ঞাসাবাদের সময়ও সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতির কথা মাথায় রেখে তাঁকে বিশেষ ছাড় দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদের সময় প্রয়োজনীয় ওষুধ খাওয়ার জন্য সময়ে সময়ে বিরতি দেওয়া হবে। ইডি অফিস পর্যন্ত সোনিয়াকে ছেড়ে দিতে পারেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী।