Maharashtra Crisis: বিক্ষুব্ধ শিব সেনা বিধায়কদের দায়িত্ব কাড়লেন উদ্ভব ঠাকরে

শুরু হলো শিব সেনা অপারেশ প্রতিপক্ষ শিন্ডে শিবিরের উপর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কেড়ে নিলেন বিদ্রোহী বিধায়কদের দফতর। বিধায়কদের সদস্যপদ খারিজের বিরুদ্ধে সুপিম কোর্টে মামলার…

Maharashtra Crisis: বিক্ষুব্ধ শিব সেনা বিধায়কদের দায়িত্ব কাড়লেন উদ্ভব ঠাকরে

শুরু হলো শিব সেনা অপারেশ প্রতিপক্ষ শিন্ডে শিবিরের উপর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কেড়ে নিলেন বিদ্রোহী বিধায়কদের দফতর।

বিধায়কদের সদস্যপদ খারিজের বিরুদ্ধে সুপিম কোর্টে মামলার শুনানি শুরু হয়েছে। একনাথ শিবিরের তরফে দাবি করা হচ্ছে ৩৮ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছে, তাই মহারাষ্ট্রের বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। একনাথের এই দাবির পরেই পদক্ষেপ নিলেন উদ্ধব ঠাকরে।বিক্ষুব্ধদের কাছ থেকে দায়িত্ব কেড়ে নিলেন তিনি।

বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের দফতর সুভাষ দেশাইকে দেওয়া হয়েছে। আরও রদবদল হচ্ছে।
উদ্ভব পুত্র আদিত্য ঠাকরেকে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা দফতর।

Advertisements

আর ১৬ শিব সেনা বিধায়কের পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিদ্রোহী একনাথ শিন্ডেরা৷ শিব সেনার দুই তৃতীয়াংশ বিধায়ক শিন্ডের সঙ্গে রয়েছে৷ তাই আদালতের কাছে অনায়াসে সরকার বদলের প্রস্তাব রাখতে পারেন তাঁরা৷ শিন্ডের শিবিরের এই পরিকল্পনা একেবারে ধূলিসাৎ করতে চায় ঠাকরে শিবির৷