Amarnath Yatra: জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা

নিরাপত্তা থাকলেও এবারের অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১৭ সালে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল অমরনাথ তীর্থ যাত্রীদের তেমনই…

Amarnath Yatra: জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা

নিরাপত্তা থাকলেও এবারের অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০১৭ সালে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল অমরনাথ তীর্থ যাত্রীদের তেমনই সম্ভাবনা প্রবল। কারণ, গত কয়েকদিনে কাশ্মীরে পরপর জঙ্গি হামলা হয়েছে। এমনকি রাজধানী শহর শ্রীনগরেও এমন ঘটনা ঘটে।

এদিকে তুষারতীর্থ অমরনাথ দর্শনের জন্য কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকার প্রস্তুতি নিয়েছে। করোনা সংকট কাটিয়ে উঠে তীর্থযাত্রীদের বিরাট সমাগম হবে বলেই ধারণা। তবে লাগাতার পেট্রোপণ্যে মূল্য বৃদ্ধির ধাক্কাও লাগবে।

পিআইবি জানাচ্ছে, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩০শে জুন। ৪৩ দিনের অমরনাথ যাত্রা শেষ হবে ১১ই আগস্ট, শ্রাবণ পূর্ণিমা, রাখি বন্ধন উৎসবের দিন। অন্যান্যবারের মতো পহেলগাঁও এবং বালতাল দুটি পথেই একসঙ্গে যাত্রা শুরু হবে বলে শ্রী অমরনাথ জী স্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে। প্রতিটি রুটে দৈনিক ১০ হাজার তীর্থযাত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

Advertisements

অমরনাথ যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা থাকছে। দুর্গম পাহাড়ি পথে থাকছে সেনাবাহিনীর নিরাপত্তা। যাত্রা শুরুর আগে পরিচয়পত্র জাচাই করা হবে। এই বিষয়ে সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে।