দেশে দৈনিক করোনা সংক্রমণ কমলেও একদিনে বাড়ল দৈনিক মৃত্যু

Coronavirus: Is the pandemic slowing down in India

News Desk: ভারতে করোনা পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বজায় রয়েছে আতঙ্ক। এদিকে সোমবারের তুলনায় কমলেও দৈনিক মৃত্যু বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫‌ হাজার ৩২৬।

সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬‌ হাজার ৫৬৩। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩ জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫৩ জন‌ রোগীর। করোনা পর্বে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫২ হাজার ১৬৪, মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ৭। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ হাজার ৯৫ হাজার ৬০। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৯৯৭। ভারতে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।

   

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৫৬ হাজার ৯১১। ভারতে মোট টিকাকরণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ১৮১।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন