Delhi Violence: হনুমানজয়ন্তীতে পরিকল্পিত হামলার অভিযোগ, ড্রোন দিয়ে তদন্ত

দিল্লির জাহাঙ্গিরপুরী থমথমে, চারিদিকে ধংসের চিহ্ন। অভিযোগ, ধর্মীয় উস্কানি দিয়ে পরিকল্পিত হামলা হয়েছিল শনিবার। এই ঘটনায় (Delhi Violence) রাজধানীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisements

শনিবার হনুমানজয়ন্তীর শোভাযাত্রা ঘিরে দিল্লির জাহাঙ্গিরপুরীতে সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে৷ পাথরের আঘাতের জখম একাধিক পুলিশকর্মী৷ দিল্লি পুলিস জানিয়েছে,এই সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে৷

অভিযোগ, পরিকল্পিতভাবে ধর্মীয় গোষ্ঠী সংঘর্ষ ছড়ানো হয়। জাহাঙ্গিরপুরীর বাসিন্দারা আতঙ্কিত। হনুমানজয়ন্তীতে হামলার পর আসন্ন ঈদ উৎসবে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

শনিবারের হামলার ঘটনায় তদন্তে নেমে পুলিশি ধরপাকড় চলছে৷ ঘটনার মুহূর্তে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তকরণের চেষ্টা চলছে৷

Advertisements

বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শনিবার হনুমানজয়ন্তীর শোভাযাত্রা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়৷ রাস্তার দুই পার থেকে পাথর ছোড়া হয়েছিল। দিল্লি পুলিশের অফিসার মেধালাল মীনা গুলিবিদ্ধ হন৷ আরও ৫ পুলিশকর্মী জখম হয়েছেন৷ গুলি চালানোর ঘটনার পিছনে কারা জড়িত ভিডিও থেকে তাদের চিহ্নিত করা হচ্ছে।

এছাড়া তদন্তের জন্য উপর থেকে ঘটনাস্থলের ছবি সংগ্রহ করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করছে দিল্লি পুলিশ।

দিল্লির পুলিস কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, উত্তেজনাপ্রবণ এলাকায় অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে৷ পুলিশের অনুমান, আগে থেকে পাথর মজুত করেছিল দুষ্কৃতিরা৷ কারও বাড়ির ছাদে পাথর রাখা আছে কিনা তা জানতে ড্রোনের সাহায্য নিচ্ছে পুলিশ।