High alert in India: নূপুর শর্মার মন্তব্যকে হাতিয়ার করে বাড়ছে আল কায়েদা হামলার আশঙ্কা

High alert in India

High alert in India: নূপুর শর্মার মন্তব্যের পর বিতর্ক থামছে না। ভারতে বাড়ছে আল কায়েদা হামলার আশঙ্কা। ভারতে হাই এলার্ট বলে সূত্র উদ্ধৃত করে দাবি করেছে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম।

ভারতীয় জনতা পার্টির নূপুর শর্মা এবং নবীন জিন্দলের করা মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও মন্তব্যের সমালোচনা করা হয়েছে। জঙ্গি সংগঠন আল কায়েদার তরফে হুমকি দিয়ে বলা হয়েছিল, হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত কথা বলার খেসারত ভারতকে দিতে হবে। দেশের একাধিক জায়গায় হামলার চালানোর উদ্যোগ নেওয়া হবে বলে তারা হুমকি দিয়েছিল।

   

জঙ্গি গোষ্ঠীর বক্তব্যের পর নড়েচড়ে বসে প্রশাসন। এখন জানা যাচ্ছে, আশঙ্কা আগের থেকে বেড়েছে বই কমেনি। গোপন সূত্র মারফত খবর পেয়েছে সংবাদ মাধ্যম।

গত ৬ জুন আল কায়েদার একটি পত্র প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল বদলা নেওয়ার কথা। সেখানে বলা হয়েছিল, ‘ এই অপমানের বদলা নেওয়ার জন্য আমরা লড়ব। দিল্লি, মুম্বই, গুজরাত, উত্তর প্রদেশে আত্মঘাতী হামলা করা হবে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন