‘এত স্পর্ধা?’মহিলা আইপিএস অফিসারকে হুমকি অজিত পওয়ারের, দায়ের FIR

অবৈধ মাটি খনন বন্ধ করতে গিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের রোষের মুখে পড়লেন এক মহিলা আইপিএস অফিসার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের ভিডিয়োতে অজিতকে হুমকি…

Ajit Pawar phone threat

অবৈধ মাটি খনন বন্ধ করতে গিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের রোষের মুখে পড়লেন এক মহিলা আইপিএস অফিসার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের ভিডিয়োতে অজিতকে হুমকি দিতেও শোনা গিয়েছে৷ তাঁর ‘স্পর্ধা’ নিয়েও প্রশ্ন তোলেন উপমুখ্যমন্ত্রী।

ঘটনাটি ৩১ অগাস্টের

ঘটনাটি ঘটেছে ৩১ অগাস্ট, সোলাপুরের করমালা এলাকার কুর্দু গ্রামে। ওই গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অভিযোগ ওঠে, সেখানে অবৈধভাবে মাটি খনন করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমার পুলিশ আধিকারিক অঞ্জনা কৃষ্ণা। তিনি খনন বন্ধ করার নির্দেশ দেন। স্থানীয় পুলিশ ও এনসিপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

   

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফোন করেন স্থানীয় এনসিপি নেতা জগতাপ যাদব, এবং বিষয়টি অজিত পওয়ারকে জানান। এরপর অজিত ফোনে অঞ্জনার সঙ্গে কথা বলতে চান। ভিডিওতে দেখা যায়, ফোনের ও পারের ব্যক্তি নিজেকে অজিত পওয়ার পরিচয় দিয়ে পুলিশকে পদক্ষেপ করতে নিষেধ করার চেষ্টা করেন। অঞ্জনা স্পষ্টভাবে জানতে চায় যে তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন কি না, এবং সরাসরি যোগাযোগের অনুরোধ করেন।

ফোনে হুমকি Ajit Pawar phone threat

তাতে রেগে গিয়ে ওই ব্যক্তি হুঁশিয়ারি দেন, বলেন, “আমি আপনার সঙ্গে কথা বলছি, আর আপনি আমাকে সরাসরি ফোন করার কথা বলছেন? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তুমি আমাকে দেখতে চাও? আশা করি তুমি আমার মুখ চেনো।” এরপরই ‘স্পর্ধা’ নিয়ে প্রশ্ন ওঠে। পরে ভিডিয়ো কলে সরাসরি অজিতের সঙ্গে কথা হয় অঞ্জনার।

ঘটনাটি ভাইরাল হওয়ায় বিরোধী মহল তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের প্রশ্ন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়ে কীভাবে অজিত একজন মহিলা পুলিশ আধিকারিকের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন।

Advertisements

তবে এনসিপি গোষ্ঠীর বক্তব্য, বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে। এনসিপির মুখপাত্র আনন্দ পরাঞ্জপে দাবি করেছেন, “অজিত কখনই পুলিশ আধিকারিকের পদক্ষেপ বন্ধ করতে বলেননি। ভাইরাল ভিডিও ব্যবহার করে রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

অঞ্জনা কৃষ্ণা মূলত কেরলের বাসিন্দা। সম্প্রতি তিনি মহারাষ্ট্রে পোস্টিং পেয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওর পরও অঞ্জনা বা জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা মন্তব্য করতে রাজি হননি।

Bharat: A video of Maharashtra Deputy CM Ajit Pawar’s heated phone call with IPS officer Anjna Krishna went viral. Pawar is heard threatening her after she tried to stop illegal soil mining in Solapur, raising questions about his authority.